ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

আমান কটনের শেয়ার বিওতে জমা

প্রকাশিত: ০৫:৪০, ২৭ জুলাই ২০১৮

আমান কটনের শেয়ার বিওতে জমা

অর্থনৈতিক রিপোর্টার ॥ সম্প্রতি প্রাথমিক গণপ্রস্তাব (আইপিও) প্রক্রিয়া সম্পন্ন করা আমান কটন ফাইবার্স লিমিটেডের লটারিতে বরাদ্দ পাওয়া শেয়ার বিনিয়োগকারীদের বেনিফিশিয়ারি ওনার্স (বিও) হিসেবে জমা হয়েছে। সূত্র মতে, আমান কটন ফাইর্বাস লিমিটেডের আইপিও লটারিতে বরাদ্দ পাওয়া শেয়ার সিডিবিএলের মাধ্যমে বিনিয়োগকারীদের নিজ নিজ বিও হিসাবে জমা হয়েছে। এদিকে বুধবার পুঁজিবাজারে লেনদেনে শুরুর জন্য তালিকাভুক্তির অনুমোদন পেয়েছে কোম্পানিটি। বুক বিল্ডিং পদ্ধতিতে তালিকাভুক্ত হওয়া এ কোম্পানির শেয়ার লেনদেন শীঘ্রই দেশের উভয় স্টক এক্সচেঞ্জে শুরু হবে বলে ডিএসই সূত্রে জানা গেছে। এর আগে গত ৪ জুলাই সকাল সাড়ে ১০টায় ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউট, আইইবি মিলিনায়তন, রমনা, ঢাকায় কোম্পানিটির লটারির ড্র’র অনুষ্ঠিত হয়। জানা যায়, কোম্পানিটির আইপিও আবেদন গত ৩ জুন থেকে ১০ জুন পর্যন্ত চলে। গত ৩ মে কোম্পানিটিকে আইপিও সাবস্ক্রিপশন শুরুর জন্য কনসেন্ট লেটার ইস্যু করবে বাংলাদেশ সিকিউরিটিজ এ্যান্ড একচেঞ্জ কমিশন (বিএসইসি)।
×