ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

পুঁজিবাজারে সূচকের সঙ্গে লেনদেনের পতন

প্রকাশিত: ০৫:৪০, ২৭ জুলাই ২০১৮

পুঁজিবাজারে সূচকের সঙ্গে লেনদেনের পতন

অর্থনৈতিক রিপোর্টার ॥ ফের দরপতনে শেষ হয়েছে সপ্তাহের শেষ কার্যদিবস বৃহস্পতিবারের লেনদেন। এদিন উভয় শেয়ারবাজারের সব সূচক কমেছে। একইসঙ্গে কমেছে হাত বদল হওয়া বেশিরভাগ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট দর এবং টাকার পরিমাণে লেনদেনও। ঢাকা ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (ডিএসই ও সিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে। জানা গেছে, এদিন ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ১৪ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ৫ হাজার ৩০৫ পয়েন্টে। অপর সূচকগুলোর মধ্যে শরিয়াহ্ সূচক ৪ ও ডিএসই-৩০ সূচক ৪ পয়েন্ট কমে দাঁড়িয়েছে যথাক্রমে ১ হাজার ২৫৯ ও ১ হাজার ৮৯০ পয়েন্টে। অপর শেয়ারবাজার সিএসইর সার্বিক সূচক সিএএসপিআই ৩১ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১৬ হাজার ৩৬৭ পয়েন্টে। অপর সূচকগুলোর মধ্যে সিএসই-৫০ সূচক ২, সিএসই-৩০ সূচক ৪১ ও সিএসসিএক্স ২১ ও সিএসআই ৩ পয়েন্ট কমে দাঁড়িয়েছে যথাক্রমে ১ হাজার ১৭৫, ১৪ হাজার ৪৮২, ৯ হাজার ৯০৫ ও ১ হাজার ১২৮ পয়েন্টে। জানা গেছে, ডিএসইতে লেনদেন হয়েছে ৮৫৫ কোটি ৬২ লাখ টাকার। যা আগের দিন থেকে ৯৯ কোটি টাকা কম। আগের দিন লেনদেন হয়েছিল ৯৫৪ কোটি টাকার। অপর শেয়ারবাজার সিএসইতে ৩৯ কোটি ৪৭ লাখ টাকার লেনদেন হয়েছে। যা আগের দিন থেকে ১৬ কোটি টাকা কম। আগের দিন লেনদেন হয়েছিল ৫৫ কোটি টাকার। ডিএসইতে হাত বদল হওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে শেয়ার ও ইউনিট দর বেড়েছে ১১৭টির, কমেছে ১৭০টির ও অপরিবর্তিত রয়েছে ৪৮টির দর। আর সিএসইতে হাত বদল হওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে শেয়ার ও ইউনিট দর বেড়েছে ১০৮টির, কমেছে ১১১টির ও অপরিবর্তিত রয়েছে ৩৩টির দর। ডিএসইর লেনদেনের সেরা কোম্পানিগুলো হলোÑ এ্যাকটিভ ফাইন, বিবিএস কেবল, বিডি থাই, ড্রাগন সোয়েটার, ফরচুন সুজ, সিমটেক্স, মুন্নু সিরামিক, প্যাসিফিক ডেনিম, সায়হাম টেক্স ও ইফাদ অটো। দরবৃদ্ধির সেরা কোম্পানিগুলো হলো- সিমটেক্স, ফরচুন, সায়হাম কটন, সায়হাম টেক্সটাইল, বিবিএস, সিনোবাংলা, বিডি থাই, শেফার্ড ইন্ডাস্ট্রিজ, নুরানী ডাইং ও আইটিসি। দর হারানোর সেরা কোম্পানিগুলো হলো- কেডিএস এক্সেসরিজ, জুট স্পিনার্স, লিগ্যাসি ফুটওয়্যার, বিডি অটোকার, মুন্নু সিরামিক, এমবে ফার্মা, উসমানিয়া গ্লাস, এপেক্স ট্যানারি, মাইডাস ফাইনান্স ও আরামিট সিমেন্ট।
×