ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠান, মামলা নিষ্পত্তিতে ভূমিকা রাখুন

প্রকাশিত: ০৫:৩৩, ২৭ জুলাই ২০১৮

 সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠান, মামলা নিষ্পত্তিতে ভূমিকা রাখুন

বিশেষ প্রতিনিধি ॥ জাতীয় নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করার জন্য জেলা প্রশাসকদের (ডিসি) সঠিকভাবে দায়িত্ব পালনের নির্দেশ দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। বৃহস্পতিবার সচিবালয়ে মন্ত্রিপরিষদ কক্ষে ডিসি সম্মেলনের তৃতীয় ও শেষ দিনের কার্য-অধিবেশনে তিনি এ নির্দেশ দেন। অধিবেশন শেষে স্বরাষ্ট্রমন্ত্রী সাংবাদিকদের এ কথা জানান। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ ও সুরক্ষা সেবা বিভাগের সঙ্গে ডিসিদের এ কার্য-অধিবেশন হয়। মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম এতে সভাপতিত্ব করেন। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, সব ডিসিকে বলেছি, আগামীতে নির্বাচন আসছে। নির্বাচন কমিশন তফসিল ঘোষণার পর শৃঙ্খলা রক্ষায় নিরাপত্তা বাহিনী যথেষ্ট প্রস্তুত রয়েছে। তাদের সক্ষমতাও যথেষ্ট বৃদ্ধি হয়েছে। ইলেকশন কন্ডাক্টে তাদের প্রয়োজনীয় জনবল, লজিস্টিক সাপোর্ট দেয়া হচ্ছে। যেগুলো বাকি আছে তা দেয়া হবে। তিনি বলেন, তাদের (ডিসি) আহ্বান করেছি একটা সুষ্ঠু নির্বাচন জাতিকে উপহার দিতে দায়িত্বটা যেন তারা সঠিক সময়ে সঠিকভাবে পালন করেন। ডিসি-এসপিদের সমন্বয় নিয়ে কোন কথা এসেছে কিনা জানতে চাইলে মন্ত্রী বলেন, না, না, এ ধরনের কোন কথা আসেনি। আমি যে কথাগুলো বললাম, এর বাইরে তারা কোন কথা জিজ্ঞেস করেননি। ডিসিরা কারাগার নিয়ে কথা বলেছেন জানিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, তারা বলেছেন কারাগারে ধারণ ক্ষমতার বেশি বন্দী রয়েছে। জঙ্গী উত্থানের পর মাদকের ভয়াবহতা বৃদ্ধি পায়, সেজন্য দুটোর ক্ষেত্রে আমরা জিরো টলারেন্স নীতি অবলম্বন করছি। সেজন্যই বন্দীর সংখ্যা বেড়েছে, সেটা সবাই জানেন। বিচারাধীনদের বিচার কাজ যাতে দ্রুত শেষ হয় কিংবা বিচার কাজ শেষে যাতে প্রিজনে যেতে পারে সেজন্য আমরা বলেছি, ডিসিরা যেন মোবাইল কোর্টগুলো পরিচালনার ক্ষেত্রে সহযোগিতা করেন। যাতে মোবাইল কোর্টের সংখ্যা বৃদ্ধি করে কাজ শেষ করতে পারেন। আসাদুজ্জামান খান বলেন, যেগুলো বিচারাধীন রয়েছে সে বিষয়ে আইনমন্ত্রীর সঙ্গে কথা বলে নতুন কিছু করা যায় কিনা- সেগুলো ডিসিদের বলে আসছি। মাদক মামলা নিষ্পত্তির ক্ষেত্রে বিশেষ আদালতের প্রস্তাব ছিল- এ বিষয়ে দৃষ্টি আকর্ষণ করা হলে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, আমরা আইনমন্ত্রীর সঙ্গে বৈঠক করছি, বৈঠক শেষে একটা সিদ্ধান্ত হবে বলে মনে করি। আইন মন্ত্রণালয় ॥ অনিষ্পন্ন ৩৪ লাখ মামলা দ্রুত নিষ্পত্তির জন্য জেলা জজের নেতৃত্বে ‘জেলা মামলা সমন্বয় কমিটি গঠন’ করা হচ্ছে। এ কমিটি যাতে সঠিকভাবে কাজ করতে পারে সে বিষয়ে জেলা প্রশাসকদের (ডিসি) সহায়তা চেয়েছেন আইনমন্ত্রী আনিসুল হক। বৃহস্পতিবার সচিবালয়ে মন্ত্রিপরিষদ কক্ষে ডিসি সম্মেলনের তৃতীয় ও শেষ দিনের ৪র্থ কার্য-অধিবেশন শেষে আইনমন্ত্রী সাংবাদিকদের একথা জানান। লেজিসলেটিভ ও সংসদ বিষয়ক বিভাগ, আইন ও বিচার বিভাগ, সমাজকল্যাণ এবং ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের সঙ্গে জেলা প্রশাসকদের এ কার্য-অধিবেশন অনুষ্ঠিত হয়। মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম এতে সভাপতিত্ব করেন। এক প্রশ্নের উত্তরে আইনমন্ত্রী বলেন, বর্তমান আইনেই মাদকের মামলা নিষ্পত্তির সময় নির্ধারণ করে দেয়া আছে। মামলার জট আছে তারপরও মাদকটা আমাদের জন্য একটা বিরাট সমস্যা। এটা সমাজে প্রকট আকার ধারণ করেছে। সেই জন্য মাদকের মামলা দ্রুত নিষ্পত্তিতে যদি আইন পরিবর্তন করতে হয় সেটি করব। তবে পরিবর্তনের আগে বিদ্যমান আইনে দ্রুত শেষ করার যে সম্ভাবনাগুলো আছে। সেগুলো আমরা উল্লেখ করে সকলকে জানিয়ে দেব এবং সেগুলো যেন অগ্রাধিকার দিয়ে নিষ্পত্তি করা হয় সে ব্যবস্থা করবে। তবে এ বিষয়ে এই মুহূর্তে আলাদা আদালতের প্রয়োজন নেই বলেও জানান তিনি। ভূমি মন্ত্রণালয় ॥ সরকারী দলের কেউ জেলা প্রশাসকদের (ডিসি) কাজে হস্তক্ষেপ করে না বলে মন্তব্য করেছেন ভূমিমন্ত্রী শামসুর রহমান শরীফ। বৃহস্পতিবার সচিবালয়ে মন্ত্রিপরিষদ কক্ষে জেলা প্রশাসক (ডিসি) সম্মেলনের তৃতীয় ও শেষ দিনের তৃতীয় কার্য-অধিবেশন শেষে মন্ত্রী সাংবাদিকদের এ কথা জানান। ভূমি মন্ত্রণালয়ের সঙ্গে জেলা প্রশাসকদের এ কার্য-অধিবেশন হয়। মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম এতে সভাপতিত্ব করেন। সরকারী দলের নেতাদের হস্তক্ষেপে অনেক স্থানে ডিসিরা সরকারি বেদখল হওয়া জমি উদ্ধার করতে পারছেন না, এ বিষয়ে তারা কিছু বলেছেন কিনা- জানতে চাইলে ভূমিমন্ত্রী বলেন, এটা ঠিক না। প্রধানমন্ত্রী ডিসি সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে জানিয়েছেন দলমত নির্বিশেষে যেখানে আপনাদের কাজের ওপর হস্তক্ষেপ আসবে আপনারা প্রয়োজন হলে আমাকে সরাসরি জানান। তারপরও আপনারা এই প্রশ্ন করলেন? রুলিং পার্টির (সরকারী দলের) কেউ ডিসিদের কাজে হস্তক্ষেপ করে না। বিভিন্ন রাজনৈতিক দলের অফিস সরকারী জমিতে- এ বিষয়ে দৃষ্টি আকর্ষণ করা হলে শামসুর রহমান বলেন, যদি সেরকম কিছু থাকে তবে আইনী ব্যবস্থা নেয়া হবে। ভূমিমন্ত্রী বলেন, জেলা প্রশাসকদের নির্দেশনা দেয়া হয়েছে, ভূমি ব্যবস্থাপনা যেন সঠিকভাবে আইনগতভাবে করা হয়। মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় ॥ প্রভাব খাটিয়ে কোরবানির পশুর হাটে কেউ যাতে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করতে না পারে সে বিষয়ে সতর্ক থাকতে জেলা প্রশাসকদের নির্দেশ দিয়েছেন মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী নারায়ণ চন্দ্র চন্দ। বৃহস্পতিবার সচিবালয়ে মন্ত্রিপরিষদ কক্ষে জেলা প্রশাসক (ডিসি) সম্মেলনের তৃতীয় ও শেষ দিনের প্রথম কার্য-অধিবেশন শেষে মন্ত্রী সাংবাদিকদের এ কথা জানান। নৌপরিবহন মন্ত্রণালয় এবং মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সঙ্গে জেলা প্রশাসকদের এ কার্য-অধিবেশন হয়। মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম এতে সভাপতিত্ব করেন। কোরবানির হাটে পশুর স্বাস্থ্যের বিষয়ে ডিসিদের নজর দেয়ার নির্দেশ দেয়া হয়েছে জানিয়ে প্রাণিসম্পদমন্ত্রী বলেন, হাটে যে পশু আসবে সেগুলোর স্বাস্থ্য পরীক্ষা করতে হবে। নিরাপদ ও সুন্দর স্বাস্থ্যের পশুগুলো যাতে কোরবানির জন্য যেতে পারে। কোথাও কেউ যাতে মার্কেটের ওপর প্রভাবে ফেলতে না পারে। জেলা পর্যায়ে জেলা প্রশাসকই মূলত এটা নিয়ন্ত্রণ করেন। আমাদের কর্মকর্তারাও থাকবে। তাদের সহায়তা দিয়ে এটাকে নিয়ন্ত্রণে রাখার কথা বলা হয়েছে। নৌপরিবহন মন্ত্রণালয় ॥ নদী দখল-দূষণ রোধে জেলা প্রশাসকদের (ডিসি) ব্যবস্থা নেয়ার নির্দেশ দেয়া হয়েছে বলে জানিয়েছেন নৌপরিবহনমন্ত্রী শাজাহান খান। বৃহস্পতিবার সচিবালয়ে মন্ত্রিপরিষদ কক্ষে জেলা প্রশাসক (ডিসি) সম্মেলনের তৃতীয় ও শেষ দিনের প্রথম কার্য-অধিবেশন শেষে মন্ত্রী সাংবাদিকদের এ কথা জানান। নৌপরিবহন মন্ত্রণালয় এবং মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সঙ্গে জেলা প্রশাসকদের এ কার্য-অধিবেশন হয়। মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম এতে সভাপতিত্ব করেন। ডাক ও টেলিযোগাওযাগ মন্ত্রণালয় ॥ আইসিটি আইনের ৫৭ ধারার অপপ্রয়োগ হয় স্বীকার করে ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তিমন্ত্রী মোস্তাফা জব্বার বলছেন, ডিজিটাল নিরাপত্তা আইন পাস হলে ওই ধারার অপপ্রয়োগ বন্ধ হবে। ডিসি সম্মেলনের তৃতীয় দিন বৃহস্পতিবার সচিবালয়ে মন্ত্রিপরিষদ কক্ষে গৃহায়ণ ও গণপূর্ত, বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়, ডাক ও টেলিযোগাযোগ বিভাগ এবং তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের কার্য-অধিবেশন শেষে মন্ত্রী সাংবাদিকদের একথা বলেন। জব্বার বলেন, বস্তুতপক্ষে (আইসিটি) আইনটির চাইতে অনেক বেশি গুরুত্বপূর্ণ বিষয় ছিল তার (৫৭ ধারার) অপপ্রয়োগ। অতএব অপপ্রয়োগটা যাতে না হতে পারে সেই জায়গাটা নিশ্চিত করা সরকারের মূল উদ্দেশ্য। ৫৭ ধারা সংক্রান্ত যেসব অপরাধ ছিল নতুন আইনে পুলিশ সেসব বিষয়ে সরাসরি ব্যবস্থা নিতে পারবে না জানিয়ে মন্ত্রী বলেন, ডিজিটাল নিরাপত্তা এজেন্সির মহাপরিচালকের অনুমতিক্রমে কেবল ব্যবস্থা নেয়া যাবে। ফলে অপপ্রয়োগের জায়গাটাকে আমরা বন্ধ করার চেষ্টা করছি।
×