ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

অনলাইনে মিথ্যা খবর প্রচার-পুলিশের মামলা

প্রকাশিত: ০৫:২২, ২৭ জুলাই ২০১৮

 অনলাইনে মিথ্যা খবর  প্রচার-পুলিশের  মামলা

স্টাফ রিপোর্টার, ময়মনসিংহ ॥ অনলাইন ‘ট্রু নিউজ বিডি চ্যানেল’ এ মিথ্যা ও মানহানিকর সংবাদ প্রচারের অভিযোগে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আইনে মামলা দায়ের করেছে ময়মনসিংহ পুলিশ। বৃহস্পতিবার পুলিশের এসআই অসীম বাদী হয়ে অজ্ঞাতনামা আসামিদের বিরুদ্ধে ময়মনসিংহের কোতোয়ালি মডেল থানায় এই মামলাটি দায়ের করেছেন। বৃহস্পতিবার দুপুরে ময়মনসিংহ পুলিশ সুপারের মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলন এ কথা জানান পুলিশ সুপার সৈয়দ নুরুল ইসলাম। সংবাদ সম্মেলনে বলা হয়, গত ২২ জুলাই দৈনিক আমার দেশ পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক মাহমুদুর রহমান কুষ্টিয়ার আদালতে মানহানির এক মামলায় হাজিরা দিয়ে ফেরার পথে দুষ্কৃতিকারীদের হামলার শিকার হয়। এই ঘটনাটি ইউটিউবের ওয়েবসাইটের ট্রু নিউজ বিডি চ্যানেলের স্থিরচিত্রে ‘আদালত প্রাঙ্গণে পুলিশের সামনে সম্পাদক মাহমুদুর রহমানের ওপর ছাত্রলীগের হামলা, তবুও নীরব পুলিশ’ একটি ভিডিও ক্লিপ আপলোড করা হয়। এতে দেখানো হয় মাহমুদুর রহমান রক্তাক্ত অবস্থায় দাঁড়িয়ে আছে এবং পেছনে ময়মনসিংহ জেলা পুলিশের বর্তমান ও সাবেক কয়েক কর্মকর্তা হাসিমুখে দাঁড়িয়ে আছেন। সরকার ও পুলিশকে জনগণের সামনে বিব্রত করার পাশাপাশি পুলিশ বাহিনীর সম্পর্কে জনমনে নেতিবাচক ধারণা তৈরি করার লক্ষ্যে অনলাইনভিত্তিক চ্যানেলটিতে এই ধরনের মানহানিকর মিথ্যা ও বিভ্রান্তিকর সংবাদ প্রচার করা হয়েছে বলে জানান পুলিশ সুপার সৈয়দ নুরুল ইসলাম।
×