ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

প্রধান নির্বাচন কমিশনারের সঙ্গে বার্নিকাটের বৈঠক

প্রকাশিত: ০৫:২২, ২৭ জুলাই ২০১৮

   প্রধান নির্বাচন কমিশনারের সঙ্গে বার্নিকাটের বৈঠক

স্টাফ রিপোর্টার ॥ প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কেএম নুরুল হুদার সঙ্গে বৈঠক করেছেন ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত মার্শা বার্নিকাট। বৃহস্পতিবার বিকেল ৩টার দিকে আগারগাঁওয়ে নির্বাচন কমিশন কার্যালয়ে এই বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠক শেষে মার্কিন রাষ্ট্রদূত সাংবাদিকদের বলেন, বর্তমান ইসির অধীনে সুষ্ঠু এবং নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠিত হবে। আশা করি আগামী জাতীয় নির্বাচন সুষ্ঠু ও সুন্দরভাবে পরিচালিত হবে। তিনি বলেন, যুক্তরাষ্ট্র বাংলাদেশের নির্বাচন নিয়ে সবসময় আশাবাদী। সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি আরও বলেন, স্থানীয় সরকার নির্বাচনসহ বাংলাদেশের সব নির্বাচন অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য হবে। যুক্তরাষ্ট্র সবসময় গণতন্ত্র চায়। এজন্য সব গণতান্ত্রিক প্রতিষ্ঠানের সঙ্গে আলোচনা করি। গাজীপুর সিটি কর্পোরেশন নির্বাচন বিষয়ে সাংবাদিকদের অপর এক প্রশ্নের জবাবে বলেন, ‘এটা গণতন্ত্রের একটি সৌন্দর্য্য। আমি যেটা বলেছি, তার জবাব দেয়ার অধিকার আপনার রয়েছে। আমার কোন মন্তব্যে কারও দ্বিমত থাকলে তিনি এটা নিয়ে কথা বলতেই পারেন। আর আমি এখানে যেটা বলি, যুক্তরাষ্ট্রের সরকারের হয়েই বলি।’ বিকেল ৩টার দিকে প্রধান নির্বাচন কমিশনার কেএম নুরুল হুদার সঙ্গে সাক্ষাত করতে তার কার্যালয়ে যান যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত মার্শা বার্নিকাট। সেখানে বিকেল ৫টা পর্যন্ত তিনি বৈঠক করেন। বৈঠকে আরও উপস্থিত ছিলেন নির্বাচন সচিব হেলালুদ্দীন আহমেদ।
×