ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

ঝলক

প্রকাশিত: ০৫:১৯, ২৭ জুলাই ২০১৮

ঝলক

সর্বকনিষ্ঠ সাংবাদিক ১২ বছরের শিশু জান্না জিহাদ। ফিলিস্তিনী এই শিশু এরইমধ্যে সর্বকনিষ্ঠ সাংবাদিক হিসেবে পরিচিতি পেয়েছে বিশ্বজুড়ে। ১৮ জুলাই জোহানেসবার্গে দক্ষিণ আফ্রিকার বর্ণবাদ বিরোধী অবিসংবাদিত নেতা নেলসন ম্যান্ডেলার জন্মশতবার্ষিকী উপলক্ষে ওয়াক টুগেদার নামের একটি অনুষ্ঠানে গিয়েছিল এই কনিষ্ঠ সাংবাদিক। ওই অনুষ্ঠানে এক বক্তৃতায় জান্না জিহাদ বলে, আমরা কখনই বলতে চাই না যে আমরা ভুক্তভোগী। যদিও আমরা বিভিন্নভাবে নির্যাতনের শিকার। কিন্তু আমরা দাবি করছি- আমরা হচ্ছি সেই মানুষ যারা স্বাধীনতা, সাম্য ও শান্তি প্রতিষ্ঠার লড়াই করছি। এই শিশুটি বিশ্বাস করে তার প্রজন্ম ফিলিস্তিনকে স্বাধীনতা এনে দিতে পারবে। সে জানায়, প্রতিটি শিশুকে শান্তিতে বসবাস করতে দিন। শৈশব কেমন হতে পারে, সেটি বোঝার সুযোগটুকু তাদের দিন। উল্লেখ্য, ৯ বছর থেকে সাংবাদিকতা করে আসছে জান্না জিহাদ। দখলদার ইসরাইলী হানাদারদের বর্বরতার কথা সারা বিশ্বের মানুষের কাছে তুলে ধরছে সে। -টাইমস লাইভ . মঙ্গলে পানির হ্রদ মঙ্গল গ্রহের দক্ষিণ মেরুতে তরল পানির হ্রদের সন্ধান পাওয়া গেছে। বরফে আচ্ছাদিত এই হ্রদের আয়তন ২০ কিলোমিটারের (১২ মাইল) মতো। এর আগের বিভিন্ন গবেষণায় মঙ্গল গ্রহে তরল পানির প্রবাহের ইঙ্গিত পাওয়া গেলেও এই প্রথম সেখানে স্থায়ী জলাধারের অস্তিত্ব পাওয়া গেছে। বাতাসের ঘনত্ব কম হওয়ার কারণে ঠা-ায় জলাধারটি বরফের নিচে আটকা পড়েছে। মার্শ এক্সপ্রেস নামে একটি নভোযান মঙ্গলের কক্ষপথ পরিদর্শন করছে। ওই নভোযানের ভেতরে মারসিস নামে একটি রাডার এই জলাধারের সন্ধান পেয়েছে। মঙ্গল নিয়ে এই গবেষণার নেতৃত্ব দিয়েছেন ইতালির ন্যাশনাল ইনস্টিটিউট অব এ্যাস্ট্রোফিজিক্সের অধ্যাপক রবার্তো ওরোসেই। তিনি বলেন, হ্রদটি আকারে তেমন বড় নয় তবে এটি একটি সত্যিকারের জলাধার। এটি এমন নয় যে পাথর বা বরফের খাজে কিছু পানি আটকে আছে। এটি সত্যিই একটা হ্রদ। গবেষক দলটি জানায়, এই জলাধারটি কমপক্ষে এক মিটার গভীর। ব্রিটেনের ওপেন ইউনিভার্সিটির ড. মনিশ প্যাটেল বলেছেন, আমরা জানি মঙ্গল গ্রহের উপরিভাগ প্রাণের জন্য অনুকূল নয়, ফলে এখন উপরিভাগের নিচে জীবনের সন্ধান করতে হবে। বিজ্ঞানীরা বলেন, পৃথিবীর বাইরে অন্য কোথাও জীবনের অস্তিত্ব নির্ভর করে সেখানে পানি রয়েছে কিনা তার ওপর। মঙ্গলে সেই পানি থাকার সম্ভাব্য প্রমাণ এখন পাওয়া গেল। তবে শুধু পানি থাকলেই হবে না, সেই পানির তাপমাত্রা কত এবং তার ভেতরে কি ধরনের রাসায়নিক পদার্থ রয়েছে, সেটাও প্রাণের অস্তিত্বের জন্য জরুরী। বিজ্ঞানীরা ধারণা করছেন, মঙ্গলের এই জলাধারে পানির তাপমাত্রা মাইনাস ১০ থেকে মাইনাস ৩০ ডিগ্রী সেলসিয়াস। এই ঠা-াতেও যে জলাধারটি তরল রয়েছে তার অর্থ এটিতে প্রচুর লবণ রয়েছে। -বিবিসি
×