ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

নির্বাচনে বিজয় দাবি ইমরান খানের

প্রকাশিত: ০৫:১২, ২৭ জুলাই ২০১৮

নির্বাচনে বিজয় দাবি ইমরান খানের

নাজিম মাহমুদ ॥ পাকিস্তানের পরবর্তী প্রধানমন্ত্রী হচ্ছেন দেশটির ‘ওয়ান্ডার ম্যান’ ইমরান খান। ক্রিকেট মাঠের মতো এবার রাজনীতির ময়দানেও অনেকটা টি-২০ ধাঁচে খেলে অন্যান্য দলকে পেছনে ফেলল ইমরানের দল পাকিস্তান তেহরিক ই-ইনসাফ (পিটিআই)। পাক নির্বাচন কমিশন সবকটি আসনের আনুষ্ঠানিক ফল প্রকাশ না করলেও নির্বাচেনর ২৪ ঘণ্টা পর বৃহস্পতিবার সন্ধ্যায় এক ভাষণে বিজয় দাবি করেন ইমরান। সর্বশেষ ফলে ইমরানের ব্যাট প্রতীক ১২০ আসনে জয় পায়। অবশ্য ম্যাজিক সংখ্যা ছুঁতে এখনও বাকি ১৭ আসন। এ অবস্থায় ইমরান সরকার গঠন করতে চাইলে তাকে অন্য দলের সহায়তা নিতে হবে। খবর ডন, এএফপি, এক্সপ্রেস ট্রিবিউন ও বিবিসি অনলাইনের। ৬৫ বছর বয়সী ইমরান বলেন, আমার নীতি হবে জনগণের কল্যাণ। আমি নয়া পাকিস্তান গড়তে চাই। দেশটির ইতিহাসে সদ্য অনুষ্ঠিত এই নির্বাচন সবচেয়ে নিরপেক্ষ ও স্বচ্ছ হয়েছে বলে দাবি করেন তিনি। পাকিস্তান থেকে দুর্নীতির শেকড় উপড়ে ফেলার অঙ্গীকার করে ইমরান বলেন, দুর্নীতি ক্যান্সারের মতো পাকিস্তানকে গ্রাস করছে। এ সময় যুক্তরাষ্ট্রের সঙ্গে পাকিস্তানের সুষম সম্পর্ক স্থাপনের অঙ্গীকার করেন ইমরান। তিনি বলেন, পাকিস্তানে বর্তমানে যে সকল নিয়ম রয়েছে-এভাবে চললে বৈদেশিক বিনিয়োগ আসবে না। তাই সরকারের এসব নিয়ম বদলানোর অঙ্গীকার করেন তিনি। ইমরান বলেন, কিছু পাওয়ার আসায় আমি রাজনীতিতে আসিনি। পাকিস্তানের জাতির জনক কায়েদ এ আযম মুহাম্মদ আলী জিন্নাহ যে পাকিস্তান গঠনের স্বপ্ন দেখেছিলেন, আমি সেই পাকিস্তান গড়ার স্বপ্ন নিয়ে রাজনীতি করছি। নির্বাচনে পিটিআইয়ের জয়ের খবরে ইমরানের সাবেক স্ত্রী জেমিমা খান তাকে অভিনন্দন জানান। বৃহস্পতিবার এক টুইটার বার্তায় জেমিমা বলেন, আমার সন্তানদের পিতা পাকিস্তানের পরবর্তী প্রধানমন্ত্রী হচ্ছেন তাকে অভিনন্দন। ইমরান খান প্রধানমন্ত্রী হয়ে ক্রিকেটার হিসেবে প্রথমবারের মতো প্রধানমন্ত্রীর পদে বসে অনন্য নজির স্থাপন করবেন। পিটিআই ছাড়া পাকিস্তানের অন্যান্য প্রধান রাজনৈতিক দল পাকিস্তান মুসলিম লীগ-এন, পাকিস্তান পিপলস পার্টি পিপিপি নির্বাচনে ব্যাপক কারচুপির অভিযোগে ফলাফল প্রত্যাখান করেছে। অবশ্য পাক নির্বাচন কমিশন ইসিপি এসব অভিযোগ স্রেফ গুজব বলে উড়িয়ে দিয়েছে। নওয়াজ শরীফের ভাই শাহবাজ শরীফ বলেছেন, পাকিস্তানকে ৩০ বছর পেছনে ঠেলে দেয়া হলো। তবে দেশের মানুষ এসব সহ্য করবে না। নির্বাচনে পাক সেনাবাহিনী ইমরান খানের পক্ষে কাজ করেছে-এই ধরনের অভিযোগ খোলাসা করেছে দেশটির সেনা সূত্র। সেনাবাহিনীর পক্ষ থেকে বৃহস্পতিবার বলা হয়েছে, নির্বাচনে ইমরান খানকে সহায়তার বিষয়টি সঠিক নয়। পাকিস্তানের প্রধান নির্বাচন কমিশনার সরদার মুহাম্মদ রাজা বলেন, ভোট গণনায় যান্ত্রিক ত্রুটি ছাড়া নির্বাচন শতভাগ স্বচ্ছ ও নিরপেক্ষ হয়েছে। বৃহস্পতিবার নির্বাচনের পর প্রথমবারের মতো সংবাদ সম্মেলনে তিনি আরও বলেন, নির্বাচনে পক্ষপাতিত্বের সুযোগ নেই। সর্বশেষ ফলাফল কখন পাওয়া যাবে সাংবাদিকদের এ সংক্রান্ত প্রশ্নের জবাব এড়িয়ে যান সরদার মুহাম্মদ রাজা। বুধবার সন্ধ্যা ৭টা থেকে ভোট গণনা শুরু হয়ে হয়ে রাতভর গণনা চললেও বৃহস্পতিবার সকাল পর্যন্ত মাত্র ৪৯ শতাংশ ভোট গণনা হয়। এতে পিএমএল-এন এবং পিপিপি কে পেছনে ফেলে এগিয়ে রয়েছে পিটিআই। পার্লামেন্টের ২৭২টি আসনের মধ্যে ইমরান খানের পিটিআই ১২০ আসন পেয়েছে। অপরদিকে নওয়াজের পিএমএল-এন ৬১ ও দেশটির সাবেক প্রধানমন্ত্রী বেনজির ভুট্টোর ছেলে বিলাওয়ালের নেতৃত্বাধীন পিপিপি ৪০ আসন পেয়েছে। অবশ্য কয়েকটি আসনের ফলাফল এখনও পাওয়া যায়নি। পাকিস্তান জাতীয় পরিষদে সরাসরি নির্বাচনের মোট আসন সংখ্যা ২৭৪টি হলেও দুটি আসনে ভোট স্থগিত হওয়ায় ভোট দেন ২৭২ আসনের ভোটাররা। নারী ও সংখ্যালঘুদের জন্য নির্ধারিত বাকি ৭০টি আসন বিজয়ী দলগুলোর মধ্যে সংখ্যানুপাতে বণ্টিত হয়। ব্যাপক আলোচনার পাশাপাশি উদ্বেগের মধ্যেই বুধবার পাকিস্তানজুড়ে ভোটগ্রহণ হয়। ৮ হাজারের বেশি ভোট কেন্দ্রে ১০ কোটি ৬০ লাখ ভোটারের ভোট নেয়ার ব্যবস্থা হলেও ভোটের হার বেশ কম ছিল। নির্বাচন ঘিরে পুরো পাকিস্তানে প্রায় পৌনে ৪ লাখ নিরাপত্তাকর্মী মোতায়েন করা হলেও সহিংসতা থেমে ছিল না। কোয়েটায় বোমা হামলায় নিহত হয় ৩১ জন। বেলুচিস্তান প্রদেশে একটি ভোট কেন্দ্রে গ্রেনেড হামলায় এক পুলিশ নিহত হন। মারামারি হয়েছে আরও অনেক এলাকায়। বুধবার ভোট শেষে ফল ঘোষণা শুরুর আগেই কারচুপির অভিযোগ তোলেন নওয়াজ শরীফের দলের মুখপাত্র মরিয়ম আওরঙ্গজেব। তিনি সাংবাদিকদের বলেন, অধিকাংশ ভোট কেন্দ্র থেকে তাদের পোলিং এজেন্টকে বের করে দিয়ে ভোট গণনা চলছে। একই অভিযোগ তোলেন পিপিপি নেতা মওলা বক্স চান্দিও এবং আরও কয়েকটি দলের নেতা। বুধবার রাত ২টার মধ্যে ফল প্রকাশ হতে পারে বলে ধারণা করা হলেও বৃহস্পতিবার পর্যন্ত অনেক আসনেরও ফল না আসায় তাদের সন্দেহ আরও জোরালো হয়েছে। ভোট কারচুরির অভিযোগ তোলেন পাকিস্তান পিপলস পার্টি প্রার্থী বিলাওয়াল ভুট্টোও। পাকিস্তানের ৭১ বছরের ইতিহাসে এবার দ্বিতীয় বারের মতো নির্বাচনের মাধ্যমে একটি নির্বাচিত সরকার আরেকটি নির্বাচিত সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করতে যাচ্ছে। অবশ্য দেশটিতে বারবার রাষ্ট্র পরিচালনায় সেনা হস্তক্ষেপের ইতিহাস থাকায় ক্ষমতা হস্তান্তরের আগে কিছুই বলা যাচ্ছে না বলে রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন। পাকিস্তানের অন্যতম রাজনৈতিক বিশ্লেষক আজিমা চিমা বলেন, আগামীতে ঠিক কী ঘটতে যাচ্ছে তা আপাতত স্পষ্ট নয়। আপাত দৃষ্টিতে মনে হচ্ছে পাকিস্তান আবারও একটা বিশৃঙ্খল পরিস্থিতির দিকে মোড় নিচ্ছে। এই সমস্যার সমাধানে পাকিস্তানের সকল রাজনৈতিক দলকে আলোচনার টেবিলে বসার আহ্বান জানান তিনি। বুধবার রাতে বেসরকারী নির্বাচনে ফলাফল প্রকাশ হতে থাকলে পিটিআই সমর্থকেরা রাস্তায় নেমে উল্লাস করতে থাকে। অনেকে পাকিস্তানের পতাকা গায়ে জড়িয়ে স্লোগান দেয়। রাজধানীসহ অন্যান্য জায়গায় গাড়ি চালিয়ে অনেকে উল্লাস করে। তবে সকল সমর্থককে ধৈর্য ধারণের আহ্বান জানায় পিটিআই কর্তৃপক্ষ। এবার প্রথমবারের মতো ভোট দিয়েছে ২১ বছর বয়সী ফাহাদ হোসাইন। পাকিস্তানের রাস্তায় বৃহস্পতিবার উল্লাসরত ফাহাদ বলেন, আমার মতো অনেক তরুণ ইমরান খানের ভক্ত। ইসলামাবাদের রাস্তায় অন্য বন্ধুর সঙ্গে উল্লাসরত এই যুবক বলেন, আমার মতো অনেক তরুণকে উদ্ধুদ্ধ করেছেন ইমরান।
×