ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

কোহলি ১,২০,০০০ ডলার পান ইনস্টাগ্রামে প্রত্যেক পোস্টের জন্য

প্রকাশিত: ২১:৪৩, ২৬ জুলাই ২০১৮

কোহলি ১,২০,০০০ ডলার পান ইনস্টাগ্রামে প্রত্যেক পোস্টের জন্য

অনলাইন ডেস্ক ॥ ইনস্টাগ্রামে প্রত্যেক পোস্টের জন্য বিরাট কোহলি কত টাকা পান জানেন? ভারত অধিনায়ক পান ১,২০,০০০ ডলার। ভারতীয় মুদ্রায় যা প্রায় সাড়ে ৮২ লক্ষ টাকা। যে অঙ্ক মাথা ঘুরিয়ে দেওয়ার মতোই। এক ওয়েবসাইট কোহলির প্রত্যেক পোস্টের মূল্য ফাঁস করেছে। এই ওয়েবসাইটের নাম হোপারএইচকিউডটকম। ইনস্টাগ্রামে ধনীদের তালিকায় ১৭ নম্বরে রয়েছেন ভারত অধিনায়ক। ভারতীয়দের মধ্যে তিনিই শীর্ষে। এই তালিকায় আছেন আমেরিকার বাস্কেটবল খেলোয়াড় স্টিফেন কারি ও কিংবদন্তি বক্সার ফ্লয়েড মেওয়েদার। মডেল কাইল জেনার রয়েছেন তালিকার শীর্ষে। তাঁর প্রত্যেক পোস্টের মূল্য দশ লক্ষ ডলার। যা ভারতীয় মুদ্রায় প্রায় সাত কোটি টাকা। ক্রীড়া জগতের মধ্যে সবচেয়ে বেশি পান ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। ইনস্টাগ্রামে পোস্ট পিছু তিনি ভারতীয় মুদ্রায় পাঁচ কোটিরও বেশি টাকা পান। তালিকায় রোনাল্ডো রয়েছেন তিনে। এরপর রয়েছেন নেইমার ও লিওনেল মেসি। নেমার পোস্ট পিছু পান ভারতীয় মুদ্রায় চার কোটির বেশি টাকা। তিনি রয়েছেন তালিকার আটে। নয়ে থাকা মেসি পান ভারতীয় মুদ্রায় প্রায় সাড়ে তিন কোটি টাকা। কোহালির আগে তালিকায় রয়েছেন ইংল্যান্ড ফুটবল দলের প্রাক্তন অধিনায়ক ডেভিড বেকহ্যাম, রিয়াল মাদ্রিদের ফরোয়ার্ড গ্যারেথ বেল, এলএ গ্যালাক্সি স্ট্রাইকার জলাটান ইব্রাহিমোভিচ, উরুগুয়ের ফরোয়ার্ড লুই সুয়ারেজরা। প্রসঙ্গত, ইনস্টাগ্রামে কোহলি রীতিমতো জনপ্রিয়। তাঁর ফলোয়ারের সংখ্যা বিশাল, ২,৩২,০০,০০০। নিজের জীবনের নানা মুহূর্ত তিনি পোস্ট করেন ইনস্টাগ্রামে। তবে স্ত্রী অনুষ্কা শর্মার সঙ্গে তাঁর ছবি সবচেয়ে বেশি সাড়া ফেলে। যাতে ফুটে ওঠে দু’জনের ভালবাসাও। এই মুহূর্তে কোহালি রয়েছেন ইংল্যান্ডে। ১ অগস্ট থেকে ইংল্যান্ডের বিরুদ্ধে পাঁচ টেস্টের সিরিজে তিনি নেতৃত্ব দেবেন জাতীয় দলকে। সূত্র : আনন্দবাজার পত্রিকা
×