ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

নবম-দশম শ্রেণির পড়াশোনা

প্রকাশিত: ০৭:২০, ২৬ জুলাই ২০১৮

নবম-দশম শ্রেণির পড়াশোনা

বিষয় ॥ পদার্থবিজ্ঞান মোঃ মাসুদ খান প্রধান শিক্ষক ডেমরা পাবলিক স্কুল এন্ড কলেজ ডেমরা, ঢাকা। ই-মেইল: সধংযঁফ.শযধহ.সপংপ@মসধরষ.পড়স অধ্যায় Ñ ৫ পদার্থের অবস্থা ও চাপ ০১। বায়ুচাপ পরিমাপের যন্ত্রের নাম কী? উত্তর : ব্যারোমিটার ০২। পদার্থের চতুর্থ অবস্থার নাম কী? উত্তর : প্লাজমা ০৩। চাপ কাকে বলে? উত্তর : কোনো বস্তুর একক ক্ষেত্রফলের উপর লম্বভাবে প্রযুক্ত বলকে চাপ বলে। ০৪। চাপের একক লিখ। উত্তর : প্যাসকেল (চধ) ০৫। চাপের মাত্রা লিখ। উত্তর : গখ-১ঞ-২ ০৬। ১ প্যাসকেল = কত? উত্তর : ১ ঘস-২ ০৭। বলের একককে ক্ষেত্রফলের একক দ্বারা ভাগ করলে কী পাওয়া যায়? উত্তর : চাপের একক ০৮। ১ প্যাসকেল (১চধ) কাকে বলে? উত্তর : ১ স২ ক্ষেত্রফলের উপর বল লম্বভাবে প্রযুক্ত হলে সেই চাপকে ১ প্যাসকেল (১ চধ) বলে। ০৯। নির্দিষ্ট জায়গায় নির্দিষ্ট তরলের চাপের মান কিসের উপর নির্ভর করে? উত্তর : ঘনত্ব ও গভীরতার উপর ১০। বস্তুর ওজন তরলের প্লবতার চেয়ে বেশি হলে কী ঘটবে? উত্তর : বস্তুটি তরলে সম্পূর্ণভাবে ডুবে যাবে ১১। প্রবাহী পদার্থ কয় শ্রেণির? উত্তর : ২ শ্রেণির ১২। প্লবতা কাকে বলে? উত্তর : কোনো বস্তুকে স্থির তরলে নিমজ্জিত করলে বস্তু উপরের দিকে যে লব্ধি বল অনুভব করে তাকে প্লবতা বলে। ১৩। প্রবাহীর অন্তর্ভুক্ত পদার্থ দুইটির নাম কী? উত্তর : তরল ও গ্যাসীয় ১৪। তরল পদার্থে কোনো বস্তু নিমজ্জিত করলে বস্তুর ওজন কমার কারণ কী? উত্তর : প্লবতা ১৫। প্লবতা কোন দিকে ক্রিয়া করে? উত্তর : উপরের দিকে ১৬। কোন যন্ত্রে বলবৃদ্ধিকরণ নীতির প্রয়োগ হয়? উত্তর : হাইড্রলিক প্রেস ১৭। বলবৃদ্ধিকরণ নীতিটি কোন সূত্র থেকে প্রতিপাদিত হয়েছে? উত্তর : প্যাসকেলের সূত্র ১৮। এভারেস্ট পর্বতশৃঙ্গের উপরে বায়ুমন্ডলীয় চাপ ভূ-পৃষ্ঠের চাপের কত ভাগ? উত্তর : ৩০% ১৯। আর্কিমিডিস কোন দেশের অধিবাসী? উত্তর : গ্রিস ২০। কখন আর্কিমিডিস তার নীতি প্রকাশ করেন? উত্তর : খ্রিস্টপূর্ব ৩য় শতাব্দীতে ২১। বস্তুর ওজন হারানোর কারণ কী? উত্তর : ঊর্ধ্বমুখী বল ২২। বস্তুর হারানো ওজন = বস্তু কর্তৃক অপসারিত তরল বা বায়বীয় পদার্থের ওজন, এ কথা কে বলেন? উত্তর : আর্কিমিডিস ২৩। ঘনত্ব মাপার যন্ত্রের নাম কী? উত্তর : হাইড্রোমিটার ২৪। ঘনত্বের একক লিখ। উত্তর : শমস-৩ ২৫। লোহার ঘনত্ব কত? উত্তর : ৭৮০০ শমস-৩
×