ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

শিল্পকলায় শ্রাবণ ট্র্যাজেডি

প্রকাশিত: ০৭:১৫, ২৬ জুলাই ২০১৮

শিল্পকলায় শ্রাবণ ট্র্যাজেডি

এক ভূখণ্ড মানুষ যখন পরাধীনতার শিকল পায়ে ভাঙনের কিনারে এসে দাঁড়ায় তখন প্রয়োজন হয়ে পড়ে- এক দাপুটে দিব্য মানুষ আর অলৌকিক তর্জনীর। যার ডাকে আর ইশারায় বটপাতার ছাঁয়ারতলে অথবা দিগন্ত বিস্তৃত খোলা মাঠে অথবা ফসলি ক্ষেতের আলপথে নিবিড় হয়েছিল এক ভূখ- জনমানুষ। তিনি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান- সাহসের অগ্নিশিখা জ্বেলে দিয়েছিলেন বাঙালীর মানসপটে। তার রাজনৈতিক সত্যনিষ্ঠ দৃঢ়তা-উদ্যম সঞ্চারি উচ্চারণ-দূরদর্শিতা-মানুষের প্রতি ভালবাসা-বিশ্ব রাজনীতিতে-তাকে আলাদাভাবে পরিচয় করিয়ে দিয়েছিল। সাধারণ মানুষের সঙ্গে তার সখ্য ও সম্পর্ক আন্তর্জাতিক রাজনীতির ইতিহাসে বিরল দৃষ্টান্ত। পলিমাটির এই ভূখ-টি একটি স্বাধীন মানচিত্রের জন্য প্রতীক্ষায় ছিল- একজন মহান মানুষ ও তার তর্জনীর। পলিমাটির মানুষেরা মানচিত্র পেল, যুদ্ধবিধ্বস্ত রাষ্ট্রটিকে সুসংহত করার প্রত্যয়ী মানুষটাকে- ক্ষমতালোভী রাজনৈতিক আর সামরিক বেনিয়াদের সুপরিকল্পিত ষড়যন্ত্রে সপরিবারে হত্যা করা হলো- স্বাধীন রাষ্ট্রের স্থপতি শেখ মুজিবুর রহমানকে। বিশ্ব রাজনীতির ইতিহাসে কৃষ্ণদাগ যুক্ত হলো। জাতির এ কলঙ্কময় হত্যাকা-ে মহান নেতার সঙ্গে পরিবারের সব সদস্যের নৃশংস হত্যাকা-ে বিশ্ববিবেক হলো স্তম্ভিত। বাংলাদেশ শিল্পকলা একাডেমির ১নং মহড়াকক্ষে চলছে মহাকাল নাট্যসম্প্রদায়ের নতুন নাটকের মহড়া। নাটকের নাম শ্রাবণ ট্র্যাজেডি। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ওপর সংঘটিত হত্যাকা- নিয়ে নাটকটি। আনন জামান রচিত ও আশিক রহমান লিয়ন নির্দেশিত নাটকটির টেকনিক্যাল শো আগামীকাল ও পরশু শিল্পকলা একাডেমির পরীক্ষণ হলে এবং মঞ্চায়ন ৩ ও ৪ আগস্টে একই স্থলে। ট্র্যাঙ্ক-কামান-বন্দুকের মহড়া আর হৃদয় বিদারক দৃশ্যায়নের মধ্য দিয়ে সন্ধ্যা রাতের মহড়ায় নেমে আসে মহড়াকক্ষে গভীর নীরবতা। নাটকটির রচয়িতা আনন জামান বলেন, এই নাটকের গবেষণা করতে গিয়ে দেখেছি কিভাবে পরিকল্পিতভাবে বঙ্গবন্ধু ও তার পরিবারের সদস্যদের হত্যা করা হয়েছে। আশিক রহমান লিয়নবলেন, নির্দেশক ও পরিকল্পক হিসেবে বঙ্গবন্ধু ও তার পরিবারের নারকীয় হত্যাকা- ও সেই সময়কালের রাজনীতি এবং ষড়যন্ত্রের একটি ইতিহাস পাঠ হলো শ্রাবণ ট্র্যাজেডি। তৎকালীন ঘটনারগভীরে ঢুকে নাটকে উপস্থাপিত ইতিহাসের ব্যাখ্যা ও বিশ্লেষণ করে বর্তমান প্রজন্মের নিকট উপস্থাপন করার চেষ্টা করেছি। লিখিত পা-ুলিপিতে বঙ্গবন্ধুর অবস্থান ধানম-ির ৩২নং বাড়ি হলেও তাকে আমি দেখতে চেয়েছি বাংলার প্রকৃতির মাঝে অথবা তরুণ বয়সে বাইসাইকেল নিয়ে ছুটে চলেছেন বাংলার মাঠে-ঘাটে। বঙ্গবন্ধু ও তৎকালীন বিষয়ভিত্তিক পুস্তক পাঠ ও পর্যালোচনা এবং অনুধাবন ছাড়া রিহার্সেল ফ্লোরে ওই সময়কালের বিভন্ন আর্কাইভ, ছবি, চলচ্চিত্র ইত্যাদি প্রত্যক্ষ করার মাধ্যমে সকলের চেতনাকে শাণিত করার চেষ্টা করেছি। নাটকটির সার্বিক সমন্বয়ক ও মহাকাল নাট্য সম্প্রদায়ের অধিকর্তা মীর জাহিদ হাসান বলেন, এনাটকটি আমরা বিশেষ দায়বদ্ধতার জায়গা থেকে করছি। এখানে হত্যার প্রত্যক্ষ পরিকল্পনাকারী রাজনৈতিক ও সামরিক বেনিয়াদের অংশগ্রহণ ও কার্যকারণ উন্মোচিত হয়েছে- যা প্রজন্ম থেকে প্রজন্মের জানার অধিকার রয়েছে। ইতিহাসের ধোঁয়াশায় সুকৌশলে আড়ালকৃত খুনীদের হত্যা সংশ্লিষ্টতা ও বিচারের দাবি রচিত হয়েছে এ নাট্য প্রযোজনায়। নাটকটিতে অভিনয় করছেন কবির আহমেদ, ফারুক আহমেদ সেন্টু, মোঃ শাহনেওয়াজ, মনিরুল আলম কাজল, পলি বিশ^াস, ইকবাল চৌধুরী, সামিউল জীবন, রাজিব হোসেন, শিবলী সরকার, শাহরিয়ার হোসেন পলিন, ফারাভি হীরা, আহাদুজ্জামান কলিন্স, সুমাইয়া তাইয়ুম নিশা, আরাফাত আশরাফ, স্বপ্নিল, আজহার, পিয়াসী জাহান, কাজী তারিফ, তাজুল রনি, রেদোয়ান, সিয়াম রাব্বি, জুনায়েদ, নূর আকতার মায়া, মোঃ নাসিম মিয়া, রিফাত হোসেন জুয়েল, রাসেল আহমেদ, কামরুজ্জামান সবুজ, আমিনুল আশরাফ, জাহিদ কামাল চৌধুরী দিপু ও মীর জাহিদ হাসান
×