ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

হবিগঞ্জে সাংস্কৃতিক উৎসব

প্রকাশিত: ০৭:১০, ২৬ জুলাই ২০১৮

হবিগঞ্জে সাংস্কৃতিক উৎসব

রফিকুল হাসান চৌধুরী তুহিন, হবিগঞ্জ থেকে ॥ ‘সৃজনে উন্নয়নে বাংলাদেশ’ এমন প্রতিপাদ্য বিষয় নিয়ে প্রথমবারের মতো জেলার তৃণমূল থেকে বাছাই করা শিল্পীদের অংশগ্রহণ ও সংস্কৃতি প্রেমিক সাধারণ মানুষের উপস্থিতির মধ্য দিয়ে হবিগঞ্জে শেষ হলো ‘সাংস্কৃতিক উৎসব’। সংস্কৃতি মন্ত্রণালয়ের অধীন ও জেলা প্রশাসনের আয়োজনে এবং এডিসি (জেনারেল) ফজলুল জাহিদ পাভেলের সার্বিক তত্ত্বাবধানে গত ২০ ও ২১ জুলাই প্রতিদিন বিকেল ৫টা থেকে রাত ১০টা পর্যন্ত শিল্পকলা একাডেমিতে অনুষ্ঠিত এই উৎসবে প্রত্যন্ত অঞ্চলের ৮০ জন শিল্পী অংশ নেন। এ সময় তারা আধুনিক, রবীন্দ্র, নজরুল, পল্লী, লালনগীতি, ভাটিয়ালী, ভাওয়াইয়া, মুর্শিদী, দেশের গান ও সাওতাল-মনিপুরী নৃত্যসহ বিভিন্ন ধরনের গান পরিবেশন করে দর্শকদের মুগ্ধ করেন। এদিকে গত শনিবার উৎসবের সমাপ্তি রাতে শিল্পীদের মাঝে সনদ বিতরণ করেন জেলা প্রশাসক মাহমুদুল কবীর মুরাদ। এ সময় প্রধান অতিথির বক্তব্য রাখেন অতিরিক্ত সংস্কৃতি সচিব রোকশানা আলম। এছাড়াও উপস্থিত ছিলেন স্থানীয় সরকার বিভাগের উপসচিব মোঃ সফিউল আলম, বিজ্ঞ এডিএম তারেক মোঃ জাকারিয়া, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোঃ নুরুল ইসলাম, বাহুবল উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ জসিম উদ্দিন, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল তদন্ত সংস্থা কর্তৃক গঠিত জেলা সাক্ষী ও ভিকটিম সুরক্ষা কমিটির সদস্য সাংবাদিক রফিকুল হাসান চৌধুরী তুহিন, জেলা তথ্য কর্মকর্তা মোঃ সালাহ উদ্দিন প্রমুখ। অনুষ্ঠানের মূল পরিকল্পনাকারী জেলা প্রশাসক মুরাদ বলেন, অতিতের মতো আর নয়, পুরাতন বা সিনিয়র শিল্পীদের পাশাপাশি হবিগঞ্জের প্রত্যন্ত অঞ্চলে লুকিয়ে থাকা প্রতিভাময় শিল্পীদের কণ্ঠেই এবারের সংস্কৃতি উৎসব হয়ে উঠবে দর্শকদের জন্য এক নতুন উপহার। ফলে আমরা তাদের মতো শিল্পী খুঁজে বের করেছি ।
×