ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

বিশেষ খণ্ড নাটক ‘লুকোচুরি ডাব্বা’

প্রকাশিত: ০৭:১০, ২৬ জুলাই ২০১৮

বিশেষ খণ্ড নাটক ‘লুকোচুরি ডাব্বা’

স্টাফ রিপোর্টার ॥ সম্প্রতি নির্মিত হয়েছে একক নাটক ‘লুকোচুরি ডাব্বা’। নাটকের গল্প ভাবনা, চিত্রনাট্য ও পরিচালনায় রয়েছেন তরুণ নির্মাতা আরিফুর জামান আরিফ। গল্পের নাট্যরূপ সোহাগ বিশ্বাস। নাটকটি প্রযোজনা করেছে ফাইয়াজ কমিউনিকেশন। ‘লুকোচুরি ডাব্বা’ নাটকের অভিনয়শিল্পী হলেন আব্দুন নুর সজল, লামিয়া মিমো, প্রতিভা শাওন, ফরহাদ হায়দার প্রমুখ। ‘লুকোচুরি ডাব্বা’ নাটকের কাহিনীতে দেখা যাবে মান অভিমানে অগাধ প্রেমের সন্ধানে ছুটে চলে বর্ষা। রাহাতের প্রেমের জলছাপ বর্ষার হৃদয়াঙ্গনে। কিন্তু রাহাত জীবনে সুপ্ত প্রেমের সন্ধান খুঁজে পায় মিমোর মধ্যে। কিন্তু রাহাত বিবাহিত জেনে বর্ষার হৃদয় ক্ষতবিক্ষত হয়। অন্যদিকে রাহাতের স্ত্রী-মিমো, সাব্বিরের সঙ্গে জীবনের নানা জটিলতার সমাধান খুঁজে কারণ মিমো আর রাহাত প্রেম করে বিয়ে করলেও প্রেম আর দাম্পত্য জীবনের পার্থক্য খুঁজে পায়। জীবন বাস্তবতার কাছে রগচটা মিমো নানান জটিলতার সমাধান খুঁজতে থাকে। নাটকের একপ্রান্তে এসে বর্ষা জানতে পারে সজল অর্থাৎ রাহাত সত্যিই বিবাহিত ছিল কিন্তু তাদের দাম্পত্য জীবনের ছিন্ন হয়ে গেছে। ভবিষ্যৎ সুন্দর ও সুখী জীবনের জটিলতা এড়ানোর জন্যই রাহাতের জীবন বোধে প্রতিভা অর্থাৎ বর্ষা আরও মুগ্ধ হয়। কিন্তু তখন কিছুই করার থাকে না; যদিও প্রতিভা রাহাতকে তার জীবন সঙ্গী হওয়ার প্রস্তাব দেয়।
×