ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

এশিয়ান গেমস কাবাডিতে পদক পুনরুদ্ধার করতে চায় বাংলাদেশ

প্রকাশিত: ০৭:০৬, ২৬ জুলাই ২০১৮

এশিয়ান গেমস কাবাডিতে পদক পুনরুদ্ধার করতে চায় বাংলাদেশ

স্পোর্টস রিপোর্টার ॥ এশিয়ান গেমস কাবাডিতে পদক পুনরুদ্ধার করতে চায় বাংলাদেশ। অনুশীলনে সন্তুষ্ট হলেও আন্তর্জাতিক প্রস্তুতি ম্যাচের ঘাটতিতে হতাশ জিয়া-আরদুজ্জামানরা। অন্ততপক্ষে তাম্রপদক জেতার চ্যালেঞ্জ নিচ্ছে কাবাডি দল। এশিয়ান গেমস কাবাডি মানেই অন্যতম ফেবারিট বাংলাদেশ। ১৯৯০ ও ১৯৯৪Ñ টানা দুই আসরে রৌপ্য জিতেছিল কাবাডি দল। পরের তিন আসরেও এসেছিল তাম্রপদক। এরপর পথ হারায় লাল-সবুজরা। ভারতের সঙ্গে কখনও পেরে ওঠেননি জিয়া-জলিলরা। দ্বিতীয় সেরা হয়ে সন্তুষ্ট থাকতে হতো। ভারত শ্রেষ্ঠত্ব ধরে রেখেছে। পাশাপাশি ইরান, কোরিয়া-জাপানও এগিয়েছে। বাংলাদেশ পারেনি পাল্লা দিয়ে এগোতে। গত দুই আসরে পদকশূন্য থেকেছে পুরুষ কাবাডি। জাকার্তা এশিয়ান গেমসকে সামনে রেখে গত সাত মাস ধরে প্রস্তুতি নিচ্ছে বাংলাদেশ। অনুশীলনে সন্তুষ্ট জিয়া-আরদুজ্জামানরা, হতাশা আছে আন্তর্জাতিক প্রীতি ম্যাচ খেলতে না পারার। তবে ভারতে প্রো-কাবাডি খেলার অভিজ্ঞতা কাজে লাগাতে চান দেশসেরা দুই রেইডার।
×