ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

আন্তঃবিশ্ববিদ্যালয় ফুটবল

উদ্বোধনী দিনে আইইউবি ও ইউল্যাবের জয়

প্রকাশিত: ০৭:০৬, ২৬ জুলাই ২০১৮

উদ্বোধনী দিনে আইইউবি ও ইউল্যাবের জয়

স্পোর্টস রিপোর্টার ॥ বাংলাদেশের সাবেক কৃতী ফুটবলারদের সংগঠন সোনালী অতীত ক্লাবের সার্বিক ব্যবস্থাপনায় ও শাহজালাল ইসলামী ব্যাংক লিমিটেডের পৃষ্ঠপোষকতায় বুধবার থেকে শুরু হয়েছে ‘ফারাজ গোল্ডকাপ আন্তঃবিশ্ববিদ্যালয় ফুটবল টুর্নামেন্টে’র দ্বিতীয় আসর। উদ্বোধনী অনুষ্ঠানের পর মাঠে নামে ফারইস্ট ও ইউল্যাব বিশ্ববিদ্যালয়। দুই দলের মধ্যকার খেলাটি নির্ধারিত সময়ে গোলশূন্যভাবে শেষ হয়। এরপর বাইলজ অনুযায়ী টাইব্রেকারে ইউল্যাব ৫-৪ গোলে ফারইস্ট বিশ্ববিদ্যালয়কে হারিয়ে শুভসূচনা করে। ম্যাচসেরা খেলোয়াড় হন জয়ী দলের সৈকত। এর আগে সকালে কমলাপুর স্টেডিয়ামে টুর্নামেন্টের প্রথম ম্যাচে আইইউবি বিশ্ববিদ্যালয় ১১-০ গোলের বিশাল ব্যবধানে উড়িয়ে দেয় স্টেট বিশ্ববিদ্যালয়কে। জয়ী দলের পক্ষে হ্যাটট্রিকসহ সর্বোচ্চ চার গোল করেন ইনতেশার। এছাড়া হ্যাটট্রিক করেন পিয়াস। বাকি গোলগুলো করেন টিপু, সাইদ, ইমরান ও ইমন। ম্যাচসেরা খেলোয়াড় হন পিয়াস। বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে বুধবার বিকেলে প্রধান অতিথি হিসেবে টুর্নামেন্টের উদ্বোধন করেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী বীরেন শিকদার। ইতিহাসের অপেক্ষায় ইংল্যান্ড স্পোর্টস রিপোর্টার ॥ ইংল্যান্ড-ভারত পাঁচ টেস্ট সিরিজের প্রথম ম্যাচ গড়তে চলেছে ইতিহাস। ১ আগস্ট এজবাস্টনে শুরু হতে যাওয়া এই ম্যাচটি ইংল্যান্ডের ১০০০তম টেস্ট। এর আগে কোন দল হাজার টেস্ট খেলেনি। ইংল্যান্ডই হতে চলেছে প্রথম দল। এখন পর্যন্ত ৯৯৯ টেস্ট খেলেছে ইংলিশরা। দ্বিতীয় সর্বাধিক ৮১২ টেস্ট খেলেছে অস্ট্রেলিয়া। তিনে রয়েছে ওয়েস্ট ইন্ডিজ। ক্যারিবীয়রা খেলেছে ৫২২ টেস্ট। চার নম্বরে রয়েছে ভারত, খেলেছে ৫২২ টেস্ট। ১৮৭৭ সালে ইংল্যান্ড প্রথম টেস্ট খেলেছিল। মেলবোর্ন ক্রিকেট মাঠে ঐতিহাসিক প্রথম টেস্টে ইংল্যান্ডের অধিনায়ক ছিলেন জেমস লিলিহোয়াইট জুনিয়র। ১০০০তম টেস্টে টস করতে নামবেন জো রুট। এখন পর্যন্ত খেলা ৯৯৯ টেস্টের মধ্যে ৩৫৭টিতে জিতেছে ইংল্যান্ড। হেরেছে ২৯৭টিতে। ড্র হয়েছে ৩৪৫ টেস্ট। ইংল্যান্ডের জয়ের শতকরা হার ৩৫.৭৩।
×