ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

নিউজিল্যান্ড দলে আরেক ভারতীয়

প্রকাশিত: ০৭:০৫, ২৬ জুলাই ২০১৮

নিউজিল্যান্ড দলে আরেক ভারতীয়

স্পোর্টস রিপোর্টার ॥ স্পিনে ভারতীয় রক্তের দাপট বিশ্বজুড়ে। দক্ষিণ আফ্রিকায় এখন কেশভ মহারাজের রাজত্ব, ইংল্যান্ডে ছিলেন মন্টি পানেসার। নিউজিল্যান্ডও ব্যতিক্রম নয়। জিতেন প্যাটেলের পর স্পটলাইটে ইস্ সোধি। কিউই দলে এবার যুক্ত হলেন এজাজ প্যাটেল। আরব আমিরাতে পাকিস্তানের বিপক্ষে তিন ম্যাচের টেস্ট সিরিজের জন্য দল ঘোষণা করেছে নিউজিল্যান্ড। ঘরোয়া ক্রিকেটে দারুণ বোলিংয়ের পুরস্কার হিসেবে প্রথমবারের মতো ব্ল্যাক-ক্যাপস শিবিরে ডাক পেয়েছেন ২৯ বছর বয়সী বাঁহাতি অর্থোডক্স স্পিনার। ও হ্যাঁ, সোধী-এজাজের সঙ্গে এই দলে আছেন ভারতীয় বংশোদ্ভূত ব্যাটসম্যান জিত রাভালও। অধিনায়ক যথারীতি কেন উইলিয়ামসন। একই সঙ্গে নিউজিল্যান্ড ওয়ানডে আর টি২০ দলও ঘোষণা করা হয়েছে। ভারতীয় বংশোদ্ভূত এজাজ গেল বছরের বর্ষসেরা ঘরোয়া ক্রিকেটার হয়েছিলেন। নিউজিল্যান্ডের ঘরোয়া ক্রিকেটে তিনি সর্বোচ্চ উইকেট শিকারি। গত তিন মৌসুম ধরে নিয়মিত বল হাতে প্রভাব বিস্তার করে খেলছেন। গেল মৌসুমে ২১.৫২ গড়ে ৪৮ উইকেট নিয়েছেন। ইস্ শোধি ও টড আস্টলের সঙ্গে পাল্লা দিয়ে উইকেট নিয়েছেন। তাকে দলে নেয়ার বিষয়ে নির্বাচক গ্যাভিন লারসেন বলেন, ‘এজাজ তার যোগ্যতা দিয়েই দলে স্থান করে নিয়েছে। সে টেস্ট দলে ডাক পাওয়ার যোগ্য। গত কয়েক মৌসুমে ঘরোয়া ক্রিকেটে, বিশেষ করে প্রথম শ্রেণীর ক্রিকেটে আলোচিত বোলার সে। মিশেল স্যান্টনার অস্ত্রোপচারের পর এখনও পুরোপুরি সুস্থ হয়ে ওঠেনি। সে কারণেই ইশ শোধি ও এ্যাস্টেলের সঙ্গে এজাজকে নেয়া হয়েছে। তার ফিঙ্গার স্পিন আমিরাতের কন্ডিশনে কাজে লাগবে।’ আমিরাতের মাটিতে পাকিস্তানের দাপটের ইতিহাস পুরনো। বিশ্বের শক্তিধর সব দল এখানে এসে পাক-স্পিনে ঘায়েল হয়েছে। কন্ডিশনের কথা মাথায় রেখেই তাই এবার কিউই দলে তিন-তিনজন স্পেশাল স্পিনার। যেখানে দু’জনই আবার ভারতীয় বংশোদ্ভূত। অক্টোবরে সংযুক্ত আরব আমিরাতে পাকিস্তানের বিপক্ষে তিন ম্যাচ টেস্ট সিরিজ খেলবে নিউজিল্যান্ড। এই সিরিজকে সামনে রেখে বুধবার ১৫ সদস্যের দল ঘোষণা করে নিউজিল্যান্ড।
×