ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

কমিটি না থাকায় স্থবির যশোরের ক্রীড়াঙ্গন

প্রকাশিত: ০৭:০৫, ২৬ জুলাই ২০১৮

কমিটি না থাকায় স্থবির যশোরের ক্রীড়াঙ্গন

স্টাফ রিপোর্টার, যশোর অফিস ॥ যশোরের ঐতিহ্যবাহী ক্রীড়া সংগঠন জেলা ক্রীড়া সংস্থা। ক্রীড়া ক্ষেত্রে যশোরের সুনাম দেশজুড়ে। অথচ তিন মাস যাবত থমকে আছে এ সংস্থার সকল কার্যক্রম। বর্তমানে সংস্থাটি পরিচালনার কোন কমিটি না থাকায় এমন পরিস্থিতি। নির্ভরযোগ্য সূত্রে জানা যায়, রাজনৈতিক দু’প্রতিপক্ষের হস্তক্ষেপের কারণে গত তিন মাসেও এডহক কমিটি গঠন করা যাচ্ছে না। নিজেদের পছন্দের লোক এডহক কমিটিতে রাখতে প্রভাব বিস্তার করছেন তারা। এতে শঙ্কিত যশোরের ক্রীড়া সংগঠকরা। নাম প্রকাশ না করার শর্তে জনৈক ক্রীড়া সংগঠক বলেন, ক্রীড়াঙ্গনের দায়িত্ব ক্রীড়া সংগঠকদের হাতেই রাখতে হবে। তা না হলে অচিরেই যশোরের ক্রীড়াঙ্গন মুখ থুবড়ে পড়বে। সর্বোপরি এডহক কমিটি গঠনের তোড়জোড় না থাকায় ক্রীড়া সংগঠকদের মধ্যেও রয়েছে ক্ষোভ। জেলা প্রশাসক আব্দুল আওয়াল এ বিষয়ে সাংবাদিকদের কাছে কোন মন্তব্য করেননি। অথচ তিনি গত মাসে বলেছিলেন, এক সপ্তাহের মধ্যেই এডহক কমিটির নাম প্রস্তাব করে জাতীয় ক্রীড়া পরিষদে পাঠানো হবে। জেলা প্রশাসকের প্রতিশ্রুতিতে এখনও এডহক কমিটির প্রতীক্ষায় রয়েছেন ক্রীড়া সংগঠকরা। ২০১২ সালের ১৫ জুন সর্বশেষ যশোর জেলা ক্রীড়া সংস্থার চার বছর মেয়াদী কমিটির নির্বাচন অনুষ্ঠিত হয়। মামলার জটিলতার কারণে প্রায় দু’বছর পর ২০১৪ সালের ২২ এপ্রিল ক্ষমতা গ্রহণ করে কমিটি। সে অনুযায়ী চলতি বছরের ২১ এপ্রিল এ কমিটির মেয়াদ শেষ হয়। গঠনতন্ত্র অনুযায়ী মেয়াদকাল শেষে পরবর্তী নির্বাচন সম্পন্ন হওয়ার আগ পর্যন্ত এডহক কমিটির দায়িত্ব পালন করার কথা। আর সাত সদস্যের এডহক কমিটির অনুমোদন দেবে জাতীয় ক্রীড়া পরিষদ। এরপর গত ৩ মে জাতীয় ক্রীড়া পরিষদের (এনএসসি) যুগ্মসচিব মাসুদ করিমের স্বাক্ষর করা এক চিঠিতে জেলা ক্রীড়া সংস্থার গঠনতন্ত্রের ২৮ এর ৩ অনুচ্ছেদ অনুযায়ী এ্যাডহক কমিটির নাম প্রস্তাব প্রেরণের জন্য বলা হয় পদাধিকার বলে সভাপতি জেলা প্রশাসকে। কিন্তু তিন মাসেও এ্যাডহক কমিটির নাম প্রস্তাব করেননি জেলা প্রশাসক। এদিকে কমিটি গঠন না করায় ক্রীড়া সংগঠক ও খেলোয়াড় হতাশা। কমিটি না থাকায় স্থবির যশোরের ক্রীড়াঙ্গন। এর নেতিবাচক প্রভাব আগামী মৌসুমে পড়বে। এ লক্ষ্যে ক্রীড়াঙ্গনকে স্বাভাবিক গতিতে প্রবাহিত করতে কাউকে না কাউকে দায়িত্ব নিতে হবে। যশোর জেলা ক্রীড়া সংস্থার বিদায়ী কমিটির সাধারণ সম্পাদক ইয়াকুব কবির বলেন, জেলা প্রশাসককে এডহক কমিটি গঠনের বিষয়ে জানিয়েছি। চলতি মাসের মধ্যে কমিটি গঠন করা হবে বলে জানান তিনি। জেলা ক্রীড়া সংস্থার সাবেক সাধারণ সম্পাদক মোহাম্মদ শফিকউজ্জামান বলেন, এডহক কমিটি গঠনের উদ্যোগ আরও আগে নেয়া উচিত ছিল। যেহেতু দেরি হয়েছে, সেক্ষেত্রে দক্ষ সংগঠকদের নিয়ে দ্রুত এডহক কমিটি গঠনের উদ্যোগ নেয়া উচিত। বাংলাদেশ জাতীয় ফুটবলার দলের সাবেক খেলোয়াড় সৈয়দ মাসুক মুহম্মদ সাথী বলেন, এডহক কমিটি গঠন করতে হবে ক্রীড়াঙ্গনের লোক দিয়ে। রাজনৈতিক লোক দিয়ে ক্রীড়াঙ্গন চলতে পারে না। সাবেক জাতীয় ফুটবল ও হকি খেলোয়াড় কাওসার আলী বলেন, এডহক কমিটির দায়িত্ব নিয়ে নির্বাচন সুষ্ঠুভাবে পরিচালনা করে পরবর্তী কমিটির কাছে দায়িত্ব বুঝে দেয়। তবে যেভাবে এডহক কমিটি গঠন নিয়ে কাদা ছোড়াছুড়ি চলছে, তাতে যশোরের ক্রীড়াঙ্গনের জন্য ভাল হবে না বলে মন্তব্য করেন তিনি।
×