ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

রুমানা, সালমারাও টেস্ট খেলবেন!

প্রকাশিত: ০৬:৫৯, ২৬ জুলাই ২০১৮

রুমানা, সালমারাও টেস্ট খেলবেন!

স্পোর্টস রিপোর্টার ॥ বাংলাদেশ নারী ক্রিকেট দল অসাধারণ নৈপুণ্য দেখাচ্ছে। এশিয়া কাপ জেতার পর আয়ারল্যান্ডকে সিরিজে হারিয়েছে। এরপর টি২০ বিশ্বকাপ বাছাইপর্বে অপরাজিত চ্যাম্পিয়ন হয়েছে। টি২০ বিশ্বকাপে খেলার যোগ্যতা অর্জন করেছে। দুর্দান্ত সময় কাটছে। এমনই যদি চলতে থাকে তাহলে নারী ক্রিকেটারদের টেস্ট মর্যাদার জন্যও বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) আইসিসির কাছে আবেদন করবে। বুধবার এমনটিই জানিয়েছেন বিসিবির প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) নিজামউদ্দিন চৌধুরী সুজন। তিনি বলেছেন, ‘নারী ক্রি?কেট দলের টেস্ট মর্যাদার বিষয়টি আমরা ফোকাস করবো। সেক্ষে?ত্রে সবার আগে তাদের শারীরিক সক্ষমতার ওপরে জোর দিতে হবে। আর এই বিষয়টি মাথায় রেখে আমরা কোচিং স্টাফ নিয়োগের কথা ভাবছি।’ তা সত্য। টেস্ট খেলাতো আর এত সহজ নয়। শারীরিক সক্ষমতা প্রয়োজন। মানসিক দৃঢ়তা জরুরী। ধৈর্যও জরুরী। চারদিন ধরে মাঠে টিকে থাকার মতো অবস্থাও থাকা দরকার। তা না হলে টেস্ট মর্যাদা নিয়ে লাভ কী? অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, ভারত, নিউজিল্যান্ড, পাকিস্তান, দক্ষিণ আফ্রিকা, শ্রীলঙ্কা, ওয়েস্ট ইন্ডিজ, আয়ারল্যান্ড, হল্যান্ডের টেস্ট খেলার স্বাদ নেয়া হয়েছে। কিন্তু অস্ট্রেলিয়া ও ইংল্যান্ড ছাড়া আর কোন দল ভালভাবে টেস্ট খেলতে পারে। আয়ারল্যান্ড তো ১৮ বছর আগে এবং হল্যান্ড তো ১০ বছর আগে একটি টেস্ট খেলেছে। এরপর আর কোন টেস্টই খেলেনি। অস্ট্রেলিয়া, ইংল্যান্ডের পর ভারতই যা একটু জৌলুস ছড়াতে পেরেছে। এসব বিবেচনায় অবশ্য এখনই বাংলাদেশ নারী ক্রিকেট দলকে টেস্ট খেলানোর ভাবনা নেই বিসিবির। আরও এক থেকে দুই বছর দলের অবস্থা, দলের ক্রিকেটারদের অবস্থা দেখেই আবেদন করতে চায় বিসিবি। এরই ম?ধ্যে নারী ক্রি?কেট দলের জন্য ভালমানের হেড কোচ নিয়োগ দেয়া হয়েছে। ভারতীয় জেনি জেইনকে কোচ করা হয়েছে। সহকারী কোচ ও ফিজিও নিয়োগ দিয়েছে বিসিবি। নারী দলের ভবিষ্যত উন্নয়নে আছে বিশেষ পরিকল্পনাও। সেই পরিকল্পনায় আগামী এক দুই বছরে সাফল্য মিললে বাংলাদেশ নারী ক্রিকেটারদের টেস্ট মর্যাদার জন্য আবেদন করা হবে। বাংলাদেশ পুরুষ ক্রিকেট দল ১৯৮৬ সাল থেকে আনুষ্ঠানিক ওয়ানডে ক্রিকেট খেলে। ১৪ বছর পর গিয়ে টেস্ট খেলার স্বাদ পায়। দেখতে দেখতে প্রায় ১৮ বছর হয়ে গেল। ধীরে ধীরে সাফল্যের মুখও দেখেছে। ইতিহাস গড়া কয়েকটি জয়ও এসেছে।
×