ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

ফুটবলারদের দলবদলের প্রথম দিন নিরুত্তাপ

প্রকাশিত: ০৬:৫৮, ২৬ জুলাই ২০১৮

ফুটবলারদের দলবদলের প্রথম দিন নিরুত্তাপ

স্পোর্টস রিপোর্টার ॥ রাশিয়া বিশ্বকাপ শেষ। তারকা ফুটবলারদের দলবদল নিয়ে চলছে তুলকালাম। দলবদল মানেই একটা উৎসবমুখর পরিবেশ। অথচ এর বিন্দুমাত্র উত্তাপ নেই বাংলাদেশে। পেশাদার ফুটবল লীগের দলবদল বুধবার থেকে আরম্ভ হয়েছে। তবে প্রথমদিনে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) ভবনে এর কোন সচিত্র প্রমাণ দেখা যায়নি। এদিন কোন দল এসে নিজেদের ফুটবলারদের নাম নিবন্ধন করায়নি। বাফুফে সূত্রে জানা গেছে বুধবার কোন দলের নাম নিবন্ধন করার সম্ভাবনাও নেই। হাতে এখনও অনেক সময় আছে, তাই ক্লাবগুলোও কিছুটা সময় নিচ্ছে আনুষ্ঠানিকতা সারতে। গত লীগের ১২ দলের মধ্যে থেকে বাংলাদেশ চ্যাম্পিয়নশিপ লীগে অবনমিত হয়েছে ফরাশগঞ্জ স্পোর্টিং ক্লাবের। চ্যাম্পিয়নশিপ লীগ থেকে প্রিমিয়ার লীগে উন্নীত হয়েছে বসুন্ধরা কিংস ও নোফেল স্পোর্টিং ক্লাব। পেশাদার লীগের বাকি ক্লাবগুলো হচ্ছে- ঢাকা আবাহনী লিমিটেড, শেখ জামাল ধানম-ি ক্লাব লিমিটেড, চট্টগ্রাম আবাহনী, সাইফ স্পোর্টিং ক্লাব, মোহামেডান স্পোর্টিং ক্লাব লিমিটেড, শেখ রাসেল ক্রীড়াচক্র লিমিটেড, ব্রাদার্স ইউনিয়ন লিমিটেড, আরামবাগ ক্রীড়া সংঘ, টিম বিজেএমসি, রহমতগঞ্জ মুসলিম ফ্রেন্ডস সোসাইটি এবং বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ ক্রীড়াচক্র। দলবদলের আনুষ্ঠানিকতা বুধবার থেকে শুরু হলেও বরাবরের মতো আগে থেকেই অনানুষ্ঠানিকভাবে দল গুছিয়ে ফেলেছে বড় ক্লাবগুলো। জানা গেছে এর মধ্যে বর্তমান চ্যাম্পিয়ন ঢাকা আবাহনী, শেখ জামাল ধানম-ি, শেখ রাসেল, সাইফ স্পোর্টিং, চট্টগ্রাম আবাহনী এবং নবাগত বসুন্ধরা কিংসের দল গোছানো শেষ। কিন্তু ঐতিহ্যবাহী মোহামেডান স্পোর্টিং ক্লাব এখনও দলবদল নিয়ে নীরব রয়েছে রহস্যজনকভাবে। দলবদলের আনুষ্ঠানিকতা শুরু হতেই সবচেয়ে বেশি আলোচনায় এসেছে পেশাদার লীগের নবাগত দল বসুন্ধরা কিংস। কারণ প্রথমবারই তারা চমক নিয়ে হাজির হতে যাচ্ছে লীগে। তারকাসমৃদ্ধ দল গড়ার পাশাপাশি তারা পেশাদার লীগের সবচেয়ে আলোচিত ফুটবলার হাইতিয়ান সনি নর্দেকে এবার ঢাকায় নিয়ে আসার চেষ্টা করছে। সেই সঙ্গে স্থানীয়দের মধ্যে আবাহনী থেকে ইমন বাবুকে সর্বাধিক পারিশ্রমিকে দলে ভেড়াচ্ছে বসুন্ধরা কিংস। টাকার অঙ্কটা ৬০ থেকে ৬৫ লাখের মধ্যে। এবারের মৌসুমে এখন পর্যন্ত এটাই স্থানীয় ফুটবলারদের মধ্যে সর্বাধিক পারিশ্রমিক। স্থানীয়দের পাশাপাশি বিদেশী ফুটবলার রেজিস্ট্রেশনও শুরু হয়েছে বুধবার থেকে। তবে স্থানীয় ফুটবলার রেজিস্ট্রেশনের সময় ৩০ আগস্ট পর্যন্ত হলেও ক্লাবগুলো বিদেশীদের রেজিস্ট্রেশন করানোর সময় পাবে ১৫ অক্টোবর পর্যন্ত। এবার নতুন নিয়মে ক্লাবগুলো প্রথমবারের মতো এশিয়ান কোটায় বিদেশী নিতে পারবে। একটি ক্লাব সর্বাধিক চার বিদেশী রেজিস্ট্রেশন করাতে পারবে। এর মধ্যে এশিয়ার বাইরের বিদেশী নিতে পারবে সর্বাধিক ৩ জন। কোন ক্লাব চাইলে দু’জন এশিয়ার ও দু’জন এশিয়ার বাইরের বিদেশী রেজিস্ট্রেশন করাতে পারবে। স্থানীয় ও বিদেশী ফুটবলার মিলিয়ে দলবদল চলবে ২ মাস ২০ দিন। বর্ষা মৌসুম এড়াতে এবার প্রিমিয়ার লীগ শীত মৌসুমে আয়োজন করতে যাচ্ছে বাফুফে। দলবদল শেষে ২০ অক্টোবর ফেডারেশন কাপ দিয়ে শুরু হবে ২০১৮-১৯ মৌসুম। এরপর ২৩ নবেম্বর থেকে প্রিমিয়ার লীগ ফুটবল। লীগ শেষে ফেডারেশন কাপ দিয়ে শেষ হবে মৌসুম।
×