ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

নতুন মৌসুমে মরিনহো, গার্ডিওলার আশা

প্রকাশিত: ০৬:৫৮, ২৬ জুলাই ২০১৮

নতুন মৌসুমে মরিনহো, গার্ডিওলার আশা

স্পোর্টস রিপোর্টার ॥ আসন্ন নতুন মৌসুমে (২০১৮-১৯) আরও ভাল করার স্বপ্ন বুনছেন দুই তারকা কোচ পেপ গার্ডিওলা ও জোশে মরিনহো। নিজ নিজ ক্লাব ম্যানচেস্টার সিটি ও ম্যানচেস্টার ইউনাইটেডকে আরও সাফল্যে ভাসাতে চান সময়ের অন্যতম সেরা দুই কোচ। ইংলিশ প্রিমিয়ার লীগে গত মৌসুমে রেকর্ড গড়ে চ্যাম্পিয়ন হয় ম্যানসিটি। এবার ট্রফি ধরে রাখার চ্যালেঞ্জ। সেটা চাইলেও সমর্থকদের তিনি সতর্ক করে দিয়ে বলেছেন, আগের মৌসুমের পুনরাবৃত্তি ঘটানো খুব একটা সহজ হবে না। গত মৌসুমে ইংল্যান্ডের শীর্ষ লীগে সিটির রেকর্ডময় আধিপত্য হৈচৈ ফেলে দেয়। গার্ডিওলার অধীনে প্রথম প্রিমিয়ার লীগ শিরোপা জয় করে সিটি। গত আসরে প্রিমিয়ার লীগের ইতিহাসে প্রথমবারের মতো ১০০ পয়েন্ট সংগ্রহ করে সিটিজেনরা। নিকটতম দলের সঙ্গে ১৯ পয়েন্টের বিশাল ব্যবধানে শিরোপা নিশ্চিত করার রেকর্ডও গড়ে ম্যানচেস্টার সিটি। এ সময় তারা সর্বাধিক (১০৬) গোল এবং সর্বাধিক ম্যাচ (৩২) জয়ের রেকর্ডও গড়ে। একই সঙ্গে টানা (১৮) ম্যাচ জয়ের রেকর্ড ও সর্বাধিক (+৭৯) গোল ব্যবধানের রেকর্ড বইয়েও নাম লেখায় ম্যানচেস্টার সিটি। আসরে ক্লাবটি ১১টি অতীত রেকর্ড ভেঙ্গে দিয়েছে। তবে আগামী মাস থেকে শুরু হতে যাওয়া নতুন মৌসুমটি আরও কঠিন হয়ে উঠবে বলে মনে করছেন গার্ডিওলা। ইন্টারন্যাশনাল চ্যাম্পিয়ন্স কাপ প্রীতি ম্যাচে অংশ নিতে যুক্তরাষ্ট্রের নিউজার্সি সফররত ম্যানচেস্টার সিটি কোচ গার্ডিওলা বলেন, প্রিমিয়ার লীগে আমরা আর কোন রেকর্ড ভাঙ্গতে যাচ্ছি না। এটি অসম্ভব ব্যাপার। পরবর্তী দুই সপ্তাহ আমাকে আমার খেলোয়াড়দের চেহারা দেখতে হবে, যখন তারা একত্রিত হবে। এখানে আমাদের ১৫ জন খেলোয়াড়ই অনুপস্থিত। যখন আমরা দেশে ফিরব তখন কম্যুনিটি শিল্ডের ম্যাচের প্রস্তুতির জন্য সময় পাব মাত্র চার থেকে পাঁচদিন। টুর্নামেন্টে চেলসির বিপক্ষে ম্যাচেই ছেলেদের আসল চেহারা দেখতে পাব। এ মুহূর্তে প্রধান লক্ষ্য হচ্ছে নিজেদের পরবর্তী ম্যাচে জয়ের জন্য দলকে প্রস্তুত করা। প্রতিটি দিন আমাদের কর্মকা-ের ফল হচ্ছে গত আসরের রেকর্ড। গত মে মাসে ম্যানচেস্টার সিটির সঙ্গে নতুন চুক্তিতে স্বাক্ষর করেছেন গার্ডিওলা। ওই চুক্তির ফলে ২০২১ সাল পর্যন্ত ওই ক্লাবের দায়িত্ব পালন করবেন তিনি। ২০০৮ সালে কোচিং ক্যারিয়ার শুরু করার পর থেকে কোন ক্লাবের সঙ্গে এটিই গার্ডিওলার দীর্ঘ মেয়াদের চুক্তি। এদিকে ২০১৮-১৯ মৌসুম সামনে রেখে দু’জন নতুন খেলোয়াড়কে দলে নিতে আগ্রহ প্রকাশ করেছেন ম্যানচেস্টার ইউনাইটেডের কোচ জোশে মরিনহো। তবে এখনও তিনি নিশ্চিত নন আদৌ এ ধরনের সুযোগ তার সামনে আসবে কিনা। এবার ব্রাজিলিয়ান মিডফিল্ডার ফ্রেডকে দলভুক্ত করেছে ইউনাইটেড। তার সঙ্গে ইউনাইটেডে এসেছেন তরুণ ফুলব্যাক দিয়াগো ডালোট ও গোলরক্ষক লি গ্র্যান্ট। ডেভিড ডি গিয়া ও সার্জিও রোমেরোর ব্যাকআপ হিসিবে গ্র্যান্টকে দলভুক্ত করা হয়েছে। তবে ওল্ডট্র্যাফোর্ড ছাড়তে পারেন এ্যান্থনি মার্শাল। আর সে কারণেই হ্যারি মাগুইরে, মিরালেম জানিচ ও ইভান পেরিসিচের দিকে দৃষ্টি আছে ইউনাইটেডের। যদিও এই বিষয়ে মরিনহো স্পষ্টভাবে কিছু বলেননি। তবে ইঙ্গিত দিয়েছেন ক্লাবের দলবদল নিয়ে তিনি পুরোপুরি সন্তুষ্ট নন। এ সম্পর্কে মরিনহো বলেন, একটি বিষয় হচ্ছে আমি কি পছন্দ করছি। আরেকটি হলো কি হতে যাচ্ছে। আমি অন্তত আরও দু’জন খেলোয়াড়কে দলে নিতে চাই। ইন্টারন্যাশনাল চ্যাম্পিয়ন্স কাপে ম্যানইউ এসি মিলান, লিভারপুল ও রিয়াল মাদ্রিদের বিরুদ্ধে খেলবে। এছাড়া বেয়ার্ন মিউনিখের সঙ্গে একটি প্রীতি ম্যাচও খেলবে। এরপর ১০ আগস্ট লিচেস্টার সিটির বিপক্ষে ম্যাচ দিয়ে ২০১৮-১৯ প্রিমিয়ার লীগ মৌসুম শুরু করবে রেড ডেভিলসরা।
×