ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

জাতীয় ক্রিকেট দলে নিয়মিত হতে চান আরিফুল

প্রকাশিত: ০৬:৫৭, ২৬ জুলাই ২০১৮

জাতীয় ক্রিকেট দলে নিয়মিত হতে চান আরিফুল

স্পোর্টস রিপোর্টার ॥ ওয়েস্ট ইন্ডিজ সফরে এখন চলছে ওয়ানডে সিরিজ। ওয়ানডে সিরিজ শেষ হতেই শুরু হবে তিন ম্যাচের টি২০ সিরিজ। টি২০ সিরিজের দলে আছেন অলরাউন্ডার আরিফুল হক। তিনি এরই মধ্যে ওয়েস্ট ইন্ডিজের উদ্দেশে রওনা হয়েছেন। রওনা হওয়ার আগে বলে গেছেন, ওয়েস্ট ইন্ডিজ সফরের মধ্য দিয়ে জাতীয় দলে নিয়মিত হতে চান। এখনও ওয়ানডেতে ডাক না পাওয়া এ অলরাউন্ডার জানিয়েছেন, ‘আমি এখনও জাতীয় দলে নিয়মিত ক্রিকেটার হতে পারিনি। তাই আসন্ন সিরিজে পারফর্ম করে জাতীয় দলে জায়গা পাকা করার চেষ্টা থাকবে।’ টেস্ট, ওয়ানডেতে এখনও খেলা হয়নি আরিফুলের। টি২০তে গত ফেব্রুয়ারিতে শ্রীলঙ্কার বিপক্ষে একটি ম্যাচ খেলেছেন। কিন্তু আস্থা অর্জন করার মতো কোন নৈপুণ্য দেখাতে পারেননি। বাংলাদেশ প্রিমিয়ার লীগে (বিপিএল টি২০) ঝলক দেখানো আরিফুলকে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টি২০ দলে রাখা হয়েছে। একাদশে সুযোগ পেলে এবার কি করেন আরিফুল সেদিকেই নির্বাচকদের নজর থাকবে। সদ্য সমাপ্ত ‘এ’ দলের ওয়ানডে সিরিজে সফরকারী লঙ্কানদের বিপক্ষে ২২ বলে করেছেন ৪৭ রান। বল হাতে উইকেটও পেয়েছেন ২টি। এমন ঝলক এখন জাতীয় দলেও দেখাতে পারলে হয়। আরিফুল বলেছেন, ‘শ্রীলঙ্কা দলের দিকে তাকালে দেখবেন ওদের দলে বেশিরভাগ ক্রিকেটার জাতীয় দলে খেলে এসেছে। তাই এমন দলের সঙ্গে ভাল খেলাতে নিজের আত্মবিশ্বাস বেড়েছে। এই জন্যই আমি মনে করি আমাকে সুযোগ দিলে আমি আমার সেরাটা দিতে পারব।’ আরিফুল টি২০ সিরিজে বাংলাদেশ জিতবে সেই আশা করছেন। বলেছেন, ‘টি২০তে বিশ্বের অন্যতম সেরা দল ওয়েস্ট ইন্ডিজ। এতে কোন সন্দেহ নেই। কিন্তু এটা ক্রিকেট, আমরা অনেকে চিন্তাও করিনি প্রথম ওয়ানডে ম্যাচে এত বড় জয় পাব। আসলে ক্রিকেটে সবকিছুই সম্ভব। যেদিন যে ভাল খেলবে সেদিন সে জিতবে। আমাদেরও একই রকম চিন্তা থাকবে, আমরা যদি দিনটা নিজেদের করে নিতে পারি তাহলে অবশ্যই ওদের হারিয়ে দিতে পারব।’ আগামী ৩১ জুলাই ওয়ার্নার পার্কে সিরিজের প্রথম টি২০তে ওয়েস্ট ইন্ডিজের মুখোমুখি হবে বাংলাদেশ। এরপর ৪ আগস্ট ফ্লোরিডার সেন্ট্রাল ব্রোওয়ার্ড রিজিওনাল পার্কে দ্বিতীয় ও ৫ আগস্ট একই ভেন্যুতে সিরিজের তৃতীয় ও শেষ টি২০ ম্যাচ অনুষ্ঠিত হবে। আরিফুল সিরিজে নিজেকে মেলে ধরতে চান। এ সিরিজ খেলতে শুধু আরিফুলই নন, মঙ্গলবার সন্ধ্যায় ওয়েস্ট ইন্ডিজ গিয়েছেন সৌম্য সরকারও। ওয়ানডে সিরিজ শেষে দেশে ফিরবেন মাশরাফি বিন মর্তুজা, এনামুল হক বিজয় ও নাজমুল হোসেন শান্ত। দেখা যাক এখন আরিফুল কি করতে পারেন। জাতীয় দলে স্থায়ী হতে পারেন কিনা।
×