ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

রাসিক নির্বাচন নিয়ে মেসের শিক্ষার্থীরা বিপাকে

প্রকাশিত: ০৬:৩২, ২৬ জুলাই ২০১৮

রাসিক নির্বাচন নিয়ে মেসের শিক্ষার্থীরা বিপাকে

স্টাফ রিপোর্টার, রাজশাহী ॥ রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) ছাড়াও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে ক্লাস-পরীক্ষা অব্যাহত থাকলেও রাজশাহী সিটি কর্পোরেশন (রাসিক) নির্বাচনের জন্য শিক্ষার্থীদের মেস ছাড়তে নির্দেশ দেয় মালিক পক্ষ। আগামী ২৭ জুলাই শুক্রবার থেকে ৩১ জুলাই পর্যন্ত শিক্ষার্থীদের মেসে অবস্থান না করতে মৌখিক ও লিখিতভাবে নির্দেশ দেয় নগরীর বিভিন্ন মেসের মালিকরা। মেস মালিকদের এমন সিদ্ধান্তে ভোগান্তিতে পড়েছেন মেসে অবস্থানরত হাজার-হাজার শিক্ষার্থী। তবে নগর পুলিশ কর্তৃপক্ষ ও মেস মালিক সমিতি বলছে, এ ধরনের কোন নির্দেশনা তাদের দেয়া হয়নি। বিশ্ববিদ্যালয় সূত্রে জানা যায়, রাবি ক্যাম্পাসেই প্রায় সাড়ে ৩৫ হাজার শিক্ষার্থীদের জন্য ১৭টি আবাসিক হলে সাড়ে ৮ হাজার শিক্ষার্থীর আবাসনের ব্যবস্থা রয়েছে। বাকি ২৫ হাজারের বেশি শিক্ষার্থীদের বিশ্ববিদ্যালয় সংলগ্ন মেসগুলোতে অবস্থান করতে হয়। ফলে মেসে অবস্থানরত শিক্ষার্থীরা মেস মালিকদের হঠাৎ সিদ্ধান্তে ভোগান্তিতে পড়েছেন। এছাড়া রাজশাহী কলেজ, রুয়েটের যেসব শিক্ষার্থী মেসে কিংবা হোস্টেলে থাকেন তাদেরও মেস ছাড়তে বলা হয়েছে বলে জানা গেছে। শিক্ষার্থীদের অভিযোগ, ক্যাম্পাস খোলা থাকা সত্ত্বেও মালিক পক্ষ নিজেদের সুবিধায় মেস বন্ধ রাখছে। থাকার জায়গা না থাকায় বাধ্য হয়ে ক্লাস পরীক্ষা ছেড়ে বাড়িতে চলে যেতে হচ্ছে তাদের। বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক আনন্দ কুমার সাহা বলেন, শিক্ষকদের মাধ্যমে শুনেছি শিক্ষার্থীদের মেস ছাড়ার নির্দেশ দেয়া হচ্ছে। এ বিষয়ে উপাচার্যের সঙ্গে কথাও বলেছি। তবে বিশ্ববিদ্যালয়ের ক্লাস-পরীক্ষা বন্ধের কোন সিদ্ধান্ত নেয়া হয়নি। বরিশালে নদীতে ডুবে যুবকের মৃত্যু স্টাফ রিপোর্টার, বরিশাল ॥ জেলার গৌরনদী উপজেলার পালরদী নদীতে ডুবে নিখোঁজ হওয়ার তিন ঘণ্টা পর ফায়ার সার্ভিসের ডুবুরি দল জসিম মোল্লা (২০) নামের এক বুদ্ধিপ্রতিবন্ধী যুবকের লাশ উদ্ধার করেছে। জসিম পৌর এলাকার পশ্চিম শাওড়া মহল্লার মৃত ভাষাই মোল্লার পুত্র। গৌরনদী ফায়ার সার্ভিসের স্টেশন মাস্টার ফারুক হোসেন জানান, মঙ্গলবার বিকেলে গৌরনদী বন্দর লঞ্চ টার্মিনালের পল্টন থেকে জসিম অসাবধানতাবসত নদীতে পড়ে স্্রোতে ভেসে যায়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা অনেক চেষ্টা চালিয়েও তাকে উদ্ধারে ব্যর্থ হয়। পরবর্তীতে বরিশাল থেকে ফায়ার সার্ভিসের ডুবুরিরা এসে তল্লাশি চালিয়ে রাত আটটার দিকে জসিমের লাশ উদ্ধার করেন।
×