ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

নাজিরপুর যুদ্ধ দিবস আজ

প্রকাশিত: ০৬:৩১, ২৬ জুলাই ২০১৮

নাজিরপুর যুদ্ধ দিবস আজ

নিজস্ব সংবাদদাতা, নেত্রকোনা, ২৫ জুলাই ॥ আজ ২৬ জুলাই (বৃহস্পতিবার)- ঐতিহাসিক নাজিপুর যুদ্ধ দিবস। একাত্তরের এই দিনে কলমাকান্দা উপজেলার সীমান্তবর্তী নাজিরপুরে পাকিস্তানী শত্রুদের সঙ্গে মুক্তিযোদ্ধাদের সরাসরি সম্মুখযুদ্ধ হয়। এতে সাত বীর মুক্তিযোদ্ধা শহীদ হন। নিহত হয় বহু পাকসেনা। শহীদ মুক্তিযোদ্ধারা হলেন- নেত্রকোনার ডাঃ আবদুল আজিজ, ফজলুল হক, ময়মনসিংহের মুক্তাগাছার ইয়ার মাহ্মুদ, ভবতোষ চন্দ্র দাস, নূরুজ্জামান, দ্বিজেন্দ্র চন্দ্র বিশ্বাস ও জামালপুরের জামাল উদ্দিন। যুদ্ধের পর নাজিরপুরের অদূরে ভারত সীমান্ত সংলগ্ন লেংগুরা নামক স্থানে তাদের সমাহিত করা হয়। নেত্রকোনাসহ বৃহত্তর ময়মনসিংহের মুক্তিযোদ্ধারা প্রতিবছর এই দিনটিকে ঐতিহাসিক নাজিরপুর যুদ্ধ দিবস হিসেবে পালন করেন। প্রতিবছরের মতো দিনটি যথাযথভাবে পালন উপলক্ষে এবারও বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদের জেলা ও স্থানীয় উপজেলা ইউনিট দিনব্যাপী কর্মসূচী গ্রহণ করেছে। কর্মসূচীর মধ্যে রয়েছে- সকাল সাড়ে ১০টায় নাজিরপুর স্মৃতিসৌধে এবং দুপুর ১২টা ১৫ মিনিটে লেংগুরায় সাত শহীদের সমাধিতে পুষ্পস্তবক অর্পণ, সাড়ে ১২টায় শহীদদের প্রতি রাষ্ট্রীয় সম্মান প্রদর্শন, বাদ জোহর লেংগুরা জামে মসজিদে এবং একই সময়ে স্থানীয় মন্দির ও গীর্জায় দোয়া ও বিশেষ প্রার্থনা, বিকেল ২টায় লেংগুরা উচ্চ বিদ্যালয় মাঠে মুক্তিযোদ্ধা সমাবেশ এবং আলোচনা সভা। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন স্থানীয় এমপি ছবি বিশ্বাস।
×