ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

বালকের চুল কর্তন

প্রকাশিত: ০৬:২৭, ২৬ জুলাই ২০১৮

বালকের চুল কর্তন

থাইল্যান্ডের একটি গুহা থেকে ‘ওয়াইল্ড বোয়ারস’ ফুটবল টিমের উদ্ধারকৃত বালকরা ও তাদের কোচ ধর্মীয় অনুষ্ঠানের অংশ হিসেবে মঙ্গলবার চিয়াং রাই প্রদেশের মায়ে সাই জেলার একটি বৌদ্ধ মন্দিরে যায়। সেখানেই চানিন নামের এই বালকের এক স্বজনকে তার চুল কেটে দিতে দেখা যায়। ব্যাপক উদ্ধার প্রচেষ্টা চালানোর পর ওই বালকদের ও তাদের কোচকে পানি ভর্তি গুহা থেকে নিরাপদে বের করে আনা হয়।-এএফপি দাবদাহ থেকে বাঁচতে... ইউরোপের অনেক দেশেই চলছে তীব্র দাবদাহ। এতে মানুষের পাশাপাশি পশু-পাখির জীবনও হয়ে উঠেছে অতিষ্ঠ। তারাও একটু শীতলতার পরশ পেতে এদিক-ওদিক ছোটাছুটি করছে। জার্মানির অনেক এলাকায়ই বুধবার ৩৫ ডিগ্রী সেলসিয়াসের মতো তাপমাত্রা বিরাজ করছিল। এদিন দেশটির উত্তরাঞ্চলের ওসনাব্রুয়েকের একটি চিড়িয়াখানায় এই কালো ভালুকটিকে দাবদাহ থেকে বাঁচতে ফল ও শাকসবজি মিশ্রিত একটি বরফ কেক কামড়াতে দেখা যায়।-এএফপি
×