ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

জোয়ার সাহারায় কাজ বন্ধ

বিআরটিসির অধিকাংশ ডিপোতে বেতন অনিয়মিত

প্রকাশিত: ০৬:২৭, ২৬ জুলাই ২০১৮

বিআরটিসির অধিকাংশ ডিপোতে বেতন অনিয়মিত

বিডিনিউজ ॥ রাষ্ট্রীয় পরিবহন সংস্থা বিআরটিসির ৩ হাজার কর্মীর বেতন অনিয়মিত। এর মধ্যে নয় মাস বেতন না পেয়ে কাজ বন্ধ রেখেছেন ঢাকার জোয়ার সাহারা ডিপোর বাসচালক ও কর্মচারীরা। জোয়ার সাহারা ডিপো থেকে বিআরটিসি বাস চলাচল বন্ধ সারাদেশে বিআরটিসির ২২টি ডিপো আছে। এর মধ্যে ঢাকায় ডিপো আছে ছয়টি। এসব ডিপোর প্রায় তিন হাজার চালক, টেকনিশিয়ান, অফিস সহকারী এবং নিরাপত্তারক্ষীর বেতন বকেয়া।
×