ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

পর্যবেক্ষণ জরিপ

৮৮ ভাগ বিক্রেতা ১৮ বছরের কম বয়সী ক্রেতার কাছে তামাক দ্রব্য বিক্রি করেন

প্রকাশিত: ০৬:২৬, ২৬ জুলাই ২০১৮

৮৮ ভাগ বিক্রেতা ১৮ বছরের কম বয়সী ক্রেতার কাছে তামাক দ্রব্য বিক্রি করেন

স্টাফ রিপোর্টার ॥ পৌর এলাকায় ১৮ বছরের নিচের ক্রেতাদের কাছে ৮৮ দশমিক ৭ শতাংশ বিক্রেতা তামাকজাত দ্রব্য বিক্রি করেন। এ ছাড়া শিক্ষা প্রতিষ্ঠানের ৫০০ মিটারের মধ্যে তামাকজাত দ্রব্যের দোকানের উপস্থিতি ৩৩ দশমিক ৯ শতাংশ আর ৫০০ মিটারের বাইরে ৬৬ দশমিক ১ শতাংশ। বুধবার জাতীয় প্রেসক্লাবের কনফারেন্স লাউঞ্জে ‘যত্রতত্র তামাকজাত দ্রব্য বিক্রয় নিয়ন্ত্রণ ও প্রধানমন্ত্রীর ঘোষণা বাস্তবায়নে স্থানীয় সরকার প্রতিষ্ঠানের ভূমিকা’ শীর্ষক সংবাদ সম্মেলনে এ তথ্য জানায় এইড ফাউন্ডেশন। এইড ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক আমিনুল ইসলাম বকুলের সভাপতিত্বে সভায় আরও উপস্থিত ছিলেন পরিবেশ বাঁচাও আন্দোলন সভাপতি আবু নাসের খান, দি ইউনিয়নের কারিগরি পরামর্শক সৈয়দ মাহবুবুল আলম তাহিন প্রমুখ।
×