ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

নীতিমালায় পরিবর্তন আনছে ফেসবুক

প্রকাশিত: ০৬:২৪, ২৬ জুলাই ২০১৮

নীতিমালায় পরিবর্তন আনছে ফেসবুক

ইতোমধ্যেই সহিংসতা সৃষ্টি করতে পারে এমন কনটেন্ট ব্যবস্থাপনায় নিজেদের নীতিমালা পরিবর্তনের কথা জানিয়েছে ফেসবুক। এবার পরিবর্তনের কথা জানাল বিশ্বের সবচেয়ে বড় সামাজিক মাধ্যমটির অধীনস্থ হোয়াটসএ্যাপও। সংকেতায়িত মেসেজিং এ্যাপটির পক্ষ থেকে দেয়া এক ব্লগ পোস্টে একসঙ্গে একাধিক চ্যাটিং থ্রেডে বার্তা পাঠানোর সক্ষমতা কীভাবে সীমাবদ্ধ করা হবে তা নিয়ে জানানো হয়। এর মাধ্যমে ভুয়া সংবাদ ও ভুল তথ্য ছড়ানোর গতি ধীর হবে বলে আশা প্রতিষ্ঠানটির। ভুল তথ্য ছড়ানোয় সৃষ্ট সহিংসতায় প্রাণহানী নিয়ে সম্প্রতি ভারতে সমালোচনার মুখে পড়েছে হোয়াটসএ্যাপ। এর আগে ব্যবহারকারীরা হোয়াটসএ্যাপে একসঙ্গে আড়াইশ’ জনকে বার্তা পাঠাতে পারতেন, এখন তা সংখ্যাটা ২০-এ নামিয়ে আনা হয়েছে। ভারতে সংখ্যা পাঁচ পর্যন্ত সীমাবদ্ধ করে দেয়া হয়েছে। সেইসঙ্গে মিডিয়াযুক্ত বার্তা পাঠানোর ক্ষেত্রে থাকা ‘কুইক ফরোয়ার্ড’ বাটনটি সরিয়ে ফেলা হয়েছে বলে উল্লেখ করা হয়েছে প্রযুক্তি সাইট এনগ্যাজেট-এর প্রতিবেদনে। -অর্থনৈতিক রিপোর্টার
×