ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

সেতুই বদলে দিচ্ছে চীনের অর্থনীতি

প্রকাশিত: ০৬:২৩, ২৬ জুলাই ২০১৮

সেতুই বদলে দিচ্ছে চীনের অর্থনীতি

অর্থনৈতিক রিপোর্টার ॥ যে কোন দেশের অর্থনৈতিক উন্নয়নের সঙ্গে জড়িত যোগাযোগ ব্যবস্থা। আর সে যোগাযোগ ব্যবস্থার অন্যতম অংশ ব্রিজ বা সেতু। শীর্ষ অর্থনীতির দেশগুলোর তাদের ভৌগোলিক অংশের এক প্রান্ত থেকে আরেক প্রান্তে যোগাযোগ স্থাপন করে এই সেতুর মাধ্যমে। যার বড় উদাহরণ চীনের ডানইয়াং-কুনশাং সেতু। যা বদলে দিয়েছে সাধারণের ভাগ্য ও অর্থনীতির চেহারা। বেইজিং থেকে সাংহাই। দূরত্ব প্রায় সাড়ে ৪ হাজার কিলোমিটার। রাজধানীর সঙ্গে শীর্ষ অর্থনৈতিক অঞ্চলের এ দূরত্ব এক প্রকার ঘুচিয়ে দিয়েছে ডানইয়াং-কুনশান সেতু। আগ্রাসী অর্থনীতির দেশ চীন। দেশের বাইরে আগ্রাসী মনোভাবের আগে দেশের ভেতরকার পরিবর্তনটুকু চোখে পড়ার মতো। যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন চোখে পড়ার মতো। বিশ্বের শীর্ষ ২৫টি বড় সেতুর অর্ধেকই চৈনিকদের দখলে।
×