ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

স্পট মার্কেটে পিপলস লিজিং

প্রকাশিত: ০৬:২১, ২৬ জুলাই ২০১৮

স্পট মার্কেটে পিপলস লিজিং

অর্থনৈতিক রিপোর্টার ॥ স্পট ও ব্লক মার্কেটে পিপলস লিজিং এ্যান্ড ফিন্যান্সিয়াল সার্ভিসেস লিমিটেডের শেয়ারের লেনদেন শুরু হয়েছে। স্পট মার্কেটে কোম্পানিটির লেনদেন চলবে ৬ আগস্ট পর্যন্ত। ৭ আগস্ট রেকর্ড ডেটের কারণে শেয়ারটির লেনদেন বন্ধ থাকবে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে। ৩১ ডিসেম্বর ২০১৭ সমাপ্ত হিসাব বছরে শেয়ারহোল্ডারদের জন্য কোন লভ্যাংশ ঘোষণা করেনি পিপলস লিজিং। সমাপ্ত হিসাব বছরে ব্যাংক-বহির্ভূত আর্থিক প্রতিষ্ঠানটির শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ১০ পয়সা ও শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়ায় ১০ টাকা ৯০ পয়সা। আগের বছর এর শেয়ারপ্রতি লোকসান ছিল ১ টাকা ৭৩ পয়সা। আগামী ১৮ সেপ্টেম্বর সকাল সাড়ে ৯টায় রাজধানীর রাওয়া কনভেনশন সেন্টারে কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে। এদিকে, অর্ধ বার্ষিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুযায়ী চলতি বছরের জানুয়ারি থেকে জুন পর্যন্ত এ কোম্পানির শেয়ারপ্রতি লোকসান হয়েছে ৪৯ পয়সা। এর আগের বছরের একই সময়ে এর শেয়ারপ্রতি আয় ছিল ৩১ পয়সা। এর আগে ২০১৬ ও ২০১৫ সালেও বিনিয়োগকারীদের কোন লভ্যাংশ দেয়নি পিপলস লিজিং। সর্বশেষ ২০১৪ সালে ১০ শতাংশ স্টক লভ্যাংশ দেয় কোম্পানিটি। ২০০৫ সালে শেয়ারবাজারে তালিকাভুক্ত এ কোম্পানির অনুমোদিত মূলধন ৫০০ কোটি টাকা ও পরিশোধিত মূলধন ২৮৫ কোটি ৪৪ লাখ ১০ হাজার টাকা। এর পুঞ্জিভূত লোকসানের পরিমাণ ৭৬ কোটি ৬১ লাখ টাকা। কোম্পানিটির মোট শেয়ার সংখ্যা ২৮ কোটি ৫৪ লাখ ৪০ হাজার ৫৯৭টি।
×