ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

বাণিজ্যিক উৎপাদনে যেতে খুলনা প্রিন্টিংয়ের ২ মাস সময় লাগবে

প্রকাশিত: ০৬:২০, ২৬ জুলাই ২০১৮

বাণিজ্যিক উৎপাদনে যেতে খুলনা প্রিন্টিংয়ের ২ মাস সময় লাগবে

অর্থনৈতিক রিপোর্টার ॥ পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি খুলনা প্রিন্টিং এ্যান্ড প্যাকেজিংয়ের নতুন করে বাণিজ্যিক উৎপাদন শুরু হতে ২ মাস লেগে যাবে। প্রাথমিকভাবে কিছু কাঁচামাল জোগাড় হলেও পুরোপুরি প্রস্তুত হতে পারেনি এখনও। ডিএসই সূত্র অনুযায়ী জানা গেছে, কোম্পানিটি এখন কারখানার বাণিজ্যিক উৎপাদন শুরুর জন্য কাঁচামাল সংগ্রহে প্রাথমিক পর্যায়ে রয়েছে। পাশাপাশি কোম্পানির অন্যান্য সরঞ্জামাদি এখনও পরিপূর্ণ নয়। কোম্পানি বলছে, কাঁচামালসহ অন্যান্য সরঞ্জামাদি বিদেশ থেকে কারখানায় স্থাপন করার পর কেপিপিএল পূর্ণভাবে উৎপাদনে যেতে পারবে। আর এর জন্য ন্যূনতম ২ মাস সময়ের প্রয়োজন হবে। এর আগে গত ২৩ জুলাই কোম্পানির পক্ষ থেকে জানানো হয়- কোম্পানির পরিচালনা পর্ষদ কারখানা পুনরায় চালু করার জন্য সিদ্ধান্ত নিয়েছে। যত তাড়াতাড়ি সম্ভব কারখানার বাণিজ্যিক উৎপাদন শুরু হবে। জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) সঙ্গে কেপিপিএলের শুল্ক সংক্রান্ত ঝামেলার অবসান হওয়ার কারণে উৎপাদন শুরু করতে পারবে কোম্পানিটি। এতে কেপিপিএলের গুদাম, বন্ড লাইসেন্স ও বিজনেস আইডেন্টিফিকেশন নাম্বার (বিআইএন) খুলে দিয়েছে এনবিআর। ২০১৪-১৫ অর্থবছরে অনুমোদন ছাড়া বন্ডেড ওয়্যারহাউস সম্প্রসারণ ও বার্ষিক উৎপাদন ক্ষমতার অতিরিক্ত কাঁচামাল সংরক্ষণ করায় কেপিপিএলের বিরুদ্ধে ২৭১ কোটি টাকা শুল্ক ফাঁকির অভিযোগ তুলে এনবিআর। এর পরিপ্রেক্ষিতে ২০১৫ সালের ৩০ এপ্রিল কোম্পানিকে জরিমানা করে এনবিআর।
×