ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

সন্তান রেখেই যুক্তরাষ্ট্র ছাড়লেন ৪৬৩ বাবা-মা

প্রকাশিত: ০৬:১৯, ২৬ জুলাই ২০১৮

সন্তান রেখেই যুক্তরাষ্ট্র ছাড়লেন ৪৬৩ বাবা-মা

অবৈধ অভিবাসী হয়ে প্রবেশের পর সন্তানদের কাছ থেকে বিচ্ছিন্ন হয়ে পড়া সাড়ে চারশ’র বেশি বাবা-মা যুক্তরাষ্ট্র ছাড়তে বাধ্য হয়েছেন। তারা আর যুক্তরাষ্ট্রে নেই বলে সোমবার আদালতে এক যৌথ ফাইলে জানিয়েছে ফেডারেল গভর্নমেন্ট ও আমেরিকান সিভিল লিবার্টিস ইউনিয়ন। যদিও ওই ফাইলে কি কারণে বাবা-মায়েরা যুক্তরাষ্ট্র ছেড়েছেন সে বিষয়ে কিছু বলা হয়নি। তবে কয়েকজন সরকারী কর্মকর্তা এর আগে কয়েকজন অবৈধ অভিবাসীকে তাদের সন্তানদের ছাড়াই যুক্তরাষ্ট্র থেকে বিতড়নের কথা স্বীকার করেছিলেন। ৪৬৩ বাবা-মায়ের অনুপস্থিতির কারণ ‘খুঁজে দেখা’ হচ্ছে বলে জানিয়েছেন সরকারী আইনজীবীরা। তারা না থাকায় বিচ্ছিন্ন হয়ে পড়া সন্তানদের পরিবারের সঙ্গে মিলিত করার যে উদ্যোগ সরকার গ্রহণ করেছে তা পিছিয়ে পড়তে পারে। -ওয়েবসাইট
×