ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

ট্রাম্প-কোহেন ‘স্পর্শকাতর কথোপকথনের’ অডিও ফাঁস

প্রকাশিত: ০৬:১৯, ২৬ জুলাই ২০১৮

ট্রাম্প-কোহেন ‘স্পর্শকাতর কথোপকথনের’ অডিও ফাঁস

প্লেবয় মডেল কারেন ম্যাকডোগালের সঙ্গে বিবাহবহির্ভূত সম্পর্কের অভিযোগ ধামাচাপা দিতে খরচ প্রসঙ্গে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও তার আইনজীবী মাইকেল কোহেনের কথোপকথনের একটি অডিও টেপ ফাঁস করেছে সিএনএন। ২০১৬ সালের প্রেসিডেন্ট নির্বাচনের দুই মাস আগের ওই কথোপকথনে রিপাবলিকান প্রার্থী ট্রাম্প ও তার তখনকার আইনজীবী কোহেন ন্যাশনাল এনকোয়ারার ট্যাবলয়েডকে দেয়া ম্যাকডোগালের কাহিনী স্বত্ব কিনে নেয়ার বিষয়ে আলোচনা করছিল ফাঁস হওয়া এ অডিও টেপে ট্রাম্পের অপরাধের প্রমাণ মেলেনি বলে মন্তব্য করেছেন তার এখনকার আইনজীবী রুডি গিউলিয়ানি। প্লেবয় মডেলকে কোন অর্থ দেয়া হয়নি বলেও দাবি তার। সিএনএনের ‘ক্যুমো প্রাইম টাইম’ অনুষ্ঠানে প্রচারিত ওই অডিও টেপে ট্রাম্পকে তার আইনজীবীর সঙ্গে ম্যাকডোগালের মুখ বন্ধ রাখার উপায় নিয়ে কথা বলতে শোনা গেছে বলে ভাষ্য বিবিসির। চলতি বছরের শুরুতে নিউইয়র্কে কোহেনের কার্যালয়ে তল্লাশি চালিয়ে এফবিআই ওই টেপটি পায় বলে ধারণা করা হচ্ছে। অডিও টেপটির অনেক অংশই বেশ অস্পষ্ট, কিছু কিছু জায়গায় অন্যের কণ্ঠও শোনা গেছে। কোথাও কোথাও অডিও মুছে ফেলা হয়েছে বলেও মনে হচ্ছে। ওই টেপের কথোপকথনের এক পর্যায়ে কোহেনকে ‘আমাদের বন্ধু সম্বন্ধিত সব তথ্য স্থানান্তরের জন্য একটি কোম্পানি খুলতে হবে, ডেভিড’ বলতে শোনা গেছে। উল্লেখিত ব্যক্তি ন্যাশনাল এনকোয়ারারের অভিভাবক প্রতিষ্ঠান আমেরিকান মিডিয়া ইনকর্পোরেশনের চেয়ারম্যান ডেভিড প্যাকার বলেই মনে করছে মার্কিন গণমাধ্যমগুলো। বিবিসি।
×