ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

শতাব্দীর দীর্ঘতম চন্দ্রগ্রহণ কাল

প্রকাশিত: ০৬:১৮, ২৬ জুলাই ২০১৮

শতাব্দীর দীর্ঘতম চন্দ্রগ্রহণ কাল

এই শতাব্দীর সবচেয়ে বড় চন্দ্রগ্রহণ হতে যাচ্ছে শুক্রবার রাত থেকে শনিবার সকাল পর্যন্ত। তবে পূর্ণ চন্দ্রগ্রহণের সময় হবে ১ ঘণ্টা ৪৩ মিনিট। এই সময় চাঁদকে পৃথিবী পুরোপুরি ঢেকে রাখবে। এই সময়ে চাঁদের ওপর পৃথিবীর ছায়া পুরোপুরি থাকবে। খবর গার্ডিয়ানের। গ্রহণের সময় পৃথিবীর একমাত্র উপগ্রহটি লাল হয়ে যাবে। পুরো পৃথিবীর লোকজন লাল রংয়ের চাঁদ দেখতে সক্ষম হবে। চন্দ্রগ্রহণের সময় চাঁদের রং লাল হয় বলে একে লাল চাঁদ বলা হয়। চন্দ্রগ্রহণের সময় সূর্য ও চাঁদের মাঝখানে পৃথিবী এসে পড়লে তখন চাঁদের ওপর পৃথিবীর ছায়া পড়ে। চাঁদকে পুরোপুরি পৃথিবী ঢেকে রাখে। সূর্যগ্রহণের সঙ্গে চন্দ্রগ্রহণের পার্থক্য হলো সূর্যগ্রহণের সময় চাঁদ পৃথিবী ও সূর্যের মধ্য দিয়ে নিজ কক্ষপথ অতিক্রম করার সময় সূর্যরশ্মিকে পৃথিবীতে যেতে বাধার সৃষ্টি করে। তখন পৃথিবী পুরোপুরি অন্ধকার হয়ে পড়ে না বরং তার পরিবর্তে লাল আলো ছড়িয়ে পড়ে। আর চন্দ্রগ্রহণের সময় সূর্য ও চাঁদের মাঝখানে পৃথিবী এসে পড়ে। পৃথিবীর পুরো ছায়া চাঁদকে গ্রাস করে ফেলে। সূর্যের আলো সরাসরি পৃথিবীতে এসে পড়ে। চাঁদ তখন সূর্যের আলো পায় না। যেহেতু চাঁদের নিজস্ব কোন আলো নেই তাই চাঁদ সূর্য থেকে আলো নিয়ে আলেকিত হয়। ইউনিভার্সিটি অব নিউ সাউথ ওয়েলসের পদার্থ বিজ্ঞান বিভাগের অধ্যাপক ক্রিস টিনি বলেন, যদি পৃথিবী কোন বায়ুম-ল ছাড়া একটি মসৃণ বল হতো তাহলে এটি শেষ হতো একটি নতুন চাঁদের মতো অন্ধকার হতো। কিন্তু যেহেতু পৃথিবী তার বায়ুম-ল দ্বারা আবদ্ধ এবং এতে ছড়িয়ে ছিটিয়ে থাকা আলো রয়েছে তাই চাঁদের বুকে বাধাপ্রাপ্ত হয়ে সূর্যের কিছুটা আলো বিস্মৃত হয়ে পৃথিবীর চারপাশে রয়ে যায়। যে কারণে নীল ও বেগুনি রংয়ের তরঙ্গদৈর্ঘ্য লাল ও কমলা রংয়ের চেয়ে বেশি ছড়িয়ে পড়ে। কেননা লাল রংয়ের তরঙ্গদৈর্ঘ্য কম বলে এর বিচ্ছুরণ বেশি তাই এটি চাঁদে পৌঁছে যায় ও মুক্ত আকাশে লাল চাঁদ দেখা যায়। সূর্যগ্রহণের তুলনায় চন্দ্রগ্রহণ কম হতে দেখা যায়। যেকোন স্থানে প্রতি বছর সর্বোচ্চ তিনটি চন্দ্রগ্রহণ হয়। যদিও কয়েক বছরে সেই স্থানে চন্দ্রগ্রহণ নাও হতে পারে। যাইহোম প্রতিটি চন্দ্রগ্রহণ পৃথিবীর প্রায় অর্ধেকের বেশি এলাকায় দৃশ্যমান হয়। এবারের চন্দ্রগ্রহণটি খুবই বিরল কেননা এটি দীর্ঘ সময় ধরে থাকবে। চাঁদের ওপর পৃথিবীর ছায়া থাকবে চার ঘণ্টা। পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণের সময় হবে এক ঘণ্টা ৪৩ মিনিট। যা একটি চন্দ্রগ্রহণের তাত্ত্বিক সময় (এক ঘণ্টা ৪৭ মিনিট) থেকে কম।
×