ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

কুড়িগ্রাম উপনির্বাচনে জাপা প্রার্থীর জয়লাভ

প্রকাশিত: ০৫:৫৩, ২৬ জুলাই ২০১৮

কুড়িগ্রাম উপনির্বাচনে জাপা প্রার্থীর জয়লাভ

স্টাফ রিপোর্টার, কুড়িগ্রাম ॥ কুড়িগ্রাম-৩ আসনের উপ-নির্বাচনে বেসরকারীভাবে নির্বাচিত হয়েছেন জাতীয় পার্টির প্রার্থী ডাঃ মোঃ আক্কাছ আলী সরকার। বুধবার কুড়িগ্রাম-৩ আসনের উপনির্বাচন অনুষ্ঠিত হয়। জেলা রিটার্নিং কর্মকর্তা ১৫৯টি ভোট কেন্দ্রের ভোট গণনা শেষে বেসরকারী হিসেবে ফলাফল ঘোষণা করেন। এতে জাতীয় পার্টির প্রার্থী ডাঃ আক্কাছ আলী সরকার লাঙ্গল প্রতীক নিয়ে পেয়েছেন ৮২ হাজার ৫৯৮ ভোট। আর আওয়ামী লীগ প্রার্থী এ এ মতিন নৌকা প্রতীক নিয়ে পেয়েছেন ৭৯ হাজার ৮৯৫ ভোট। জাতীয় পার্টির প্রার্থী ২ হাজার ৭০৩ ভোট বেশি পেয়ে জয়লাভ করেছেন। এই আসনে মোট ভোটার সংখ্যা ৩ লাখ ৬৩ হাজার ৭৫জন। এরমধ্যে পুরুষ ভোটার ১ লাখ ৭৬ হাজার ৪৭৭ জন এবং নারী ভোটার ১ লাখ ৮৬ হাজার ৫৯৮ জন।
×