ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

ইসির সঙ্গে সাক্ষাত

তিন সিটিতে আরও ভাল ভোট হবে ॥ এইচটি ইমাম

প্রকাশিত: ০৫:৫২, ২৬ জুলাই ২০১৮

তিন সিটিতে আরও ভাল ভোট হবে ॥ এইচটি ইমাম

স্টাফ রিপোর্টার ॥ খুলনা এবং গাজীপুর সিটি কর্পোরেশন ভাল নির্বাচন হয়েছে। বরিশাল, সিলেট এবং রাজশাহী সিটি কর্পোরেশনে আরও ভাল নির্বাচন হবে বলে আশা করছে আওয়ামী লীগ। তিন সিটিতে ভাল নির্বাচন হলে আওয়ামী লীগের জন্য ভাল হবে বলে মনে করছেন দলটির নির্বাচন পরিচালনা কমিটির কো-চেয়ারম্যান এইচটি ইমাম। বুধবার তিন সিটি নির্বাচন নিয়ে প্রধান নির্বাচন কমিশনারের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন। তিনি বলেন, কিভাবে অবাধ সুষ্ঠু এবং নিরপেক্ষ নির্বাচনের জন্য কমিশনকে সহায়তা করা যায় তা জানাতে কমিশনের সঙ্গে বৈঠক হয়েছে। তিন সিটিতে প্রশাসন শতভাগ নিরপেক্ষ থাকবে উল্লেখ করে বলেন প্রধানমন্ত্রী নির্বাচনের সময়ে নিরপেক্ষ থাকতে নির্দেশ দিয়েছেন। এর আগে বেলা সাড়ে তিনটায় এইচটি ইমামের নেতৃত্বে আওয়ামী লীগের পাঁচ সদস্যের একটি প্রতিনিধি দল আগারগাঁওস্থ নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনার কেএম নুরুল হুদার সঙ্গে বৈঠকে করেন। প্রতিনিধি দলে অন্যদের মধ্যে আওয়ামী লীগের প্রচার সম্পাদক ড. হাছান মাহমুদ, দফতর সম্পাদক ড. আবদুস সোবহান গোলাপ, উপদেষ্টা পরিষদের সদস্য ড. রাশেদুল আলম ও কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সদস্য এ্যাডভোকেট এবিএম রিয়াজুল কবীর কাওছার উপস্থিত ছিলেন। বৈঠকে নির্বাচন কমিশনের পক্ষে প্রধান নির্বাচন কমিশনার কে.এম. নুরুল হুদা, নির্বাচন কমিশনার মাহাবুব তালুকদার, শাহাদাত হোসেন চৌধুরী ও রফিকুল ইসলাম এবং ইসি সচিব হেলালুদ্দীন আহমদ উপস্থিত ছিলেন। বৈঠক শেষে এইচটি ইমাম সাংবাদিকদের বলেন, তিন সিটি নির্বাচনের প্রচারে অংশ নিয়ে গাজীপুর ও খুলনা সিটি কর্পোরেশনের নব নির্বাচিত মেয়র জাহাঙ্গীর আলম ও তালুকদার আব্দুল খালেক আচরণবিধি লঙ্ঘন করেননি। কারণ গাজীপুরের মেয়র জাহাঙ্গীর এখনও শপথ গ্রহণ করেননি। তিনি তো এখনও মেয়র নন। তার নামে গেজেট হলে হবে না, তাকে কার্যভার ও শপথ গ্রহণ করতে হবে। আর তালুকদার আব্দুল খালেক শপথ গ্রহণ করলেও এখন কার্যভার গ্রহণ করেননি। তাই তারা নির্বাচনী আচরণ বিধি লঙ্ঘন করেনি।
×