ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

নাশকতার মামলা

কুমিল্লার আদালতে খালেদা জিয়ার জামিন নামঞ্জুর

প্রকাশিত: ০৫:৫১, ২৬ জুলাই ২০১৮

কুমিল্লার আদালতে খালেদা জিয়ার জামিন নামঞ্জুর

নিজস্ব সংবাদদাতা, কুমিল্লা, ২৫ জুলাই ॥ কুমিল্লায় যাত্রীবাহী নৈশকোচে দুর্বৃত্তদের পেট্রোলবোমা হামলায় ৮ যাত্রী নিহতের ঘটনায় বিশেষ ক্ষমতা আইনে দায়ের করা মামলায় বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়ার জামিন আবেদন নামঞ্জুর করেছে আদালত। বুধবার বিকেলে কুমিল্লা জেলা ও দায়রা জজ কেএম সামছুল আলম এ আদেশ দেন। গত সোমবার খালেদা জিয়ার করা জামিন আবেদন ২৬ জুলাইয়ের মধ্যে নিষ্পত্তির জন্য হাইকোর্ট নিম্ন আদালতকে নির্দেশ দিয়েছিল। আদালত সূত্রে জানা যায়, ২০ দলীয় জোটের লাগাতার হরতাল-অবরোধ চলাকালে ২০১৫ সালের ৩ ফেব্রুয়ারি ভোরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার চৌদ্দগ্রামের জগমোহনপুরে একটি বাসে পেট্রোলবোমা ছুড়ে মারে দুর্বৃত্তরা। এতে দগ্ধ হয়ে ৮ যাত্রী মারা যান, আহত হন ২০ জন। এ ঘটনায় চৌদ্দগ্রাম থানার এসআই নুরুজ্জামান বাদী হয়ে ৭৭ জনের বিরুদ্ধে বিস্ফোরক আইনে মামলা দায়ের করেন।
×