ঢাকা, বাংলাদেশ   বুধবার ১৭ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১

কক্সবাজারে পাহাড় ধসে একই পরিবারের ৪ জনের মৃত্যু

প্রকাশিত: ১৭:৩৫, ২৫ জুলাই ২০১৮

কক্সবাজারে পাহাড় ধসে একই পরিবারের ৪ জনের মৃত্যু

স্টাফ রিপোর্টার, কক্সবাজার ॥ শহরের দক্ষিণ রুমালিয়ারছড়া বাঁচামিয়ার ঘোনা এলাকায় পাহাড় ধসে একই পরিবারের ৪ জনের মৃত্যু হয়েছে। বুধবার ভোর সাড়ে ৬টার দিকে মর্মান্তিক এ ঘটনাটি ঘটে। নিহতরা হচ্ছে জামাল হোসেনের মেয়ে মর্জিনা আক্তার (১৪), কাফিয়া আক্তার (১০), মো: আবদুল খায়ের (৮) ও খায়রুন্নেছা (৬)। জানা গেছে, কক্সবাজার পৌরসভার ৭নং ওয়ার্ডের বাঁচা মিয়ার ঘোনার বাসিন্দা মালেশিয়া প্রবাসী মো: জামালের চার সন্তান পাহাড় ধ্বসে মাটি চাপায় মর্মান্তিক ভাবে মৃত্যু বরণ করে। মা ছেনুয়ারাকে মুমূর্ষ অবস্থায় উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিহতদের মামা খোরশেদুল আলম জনকণ্ঠকে জানান, বুধবার ভোরে মা ছেনুয়ারা ঘুম থেকে উঠে বাইরে কাজ করছিলেন। এমতাবস্থায় বিকট শব্দ হয়। তিনি দেখতে পান পার্শ্ববতী পাহাড় ধ্বসে ঘরের উপর পড়েছে। এসময় তিনি চিৎকার দিলে প্রতিবেশীরা এগিয়ে আসে। মসজিদের মাইকেও প্রচার করা হয়। লোকজন এসে দেখতে পায় পাহাড় ধ্বসে চারজন শিশু কিশোরী মাটির নিচে চাপা পড়েছে। স্থানীয়রা উদ্ধার তৎ’পরতা চালায়। ততক্ষণে ঘুমন্ত চার কিশোরী ও শিশু ঘটনাস্থলে মারা গেছে। জেলা প্রশাসনের কর্মকর্তাগণ ও পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।
×