ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

ম্যাচ টেম্পারমেন্টে ঘাটতি জাতীয় হকি দলের!

প্রকাশিত: ০৮:০৯, ২৫ জুলাই ২০১৮

ম্যাচ টেম্পারমেন্টে ঘাটতি জাতীয় হকি দলের!

স্পোর্টস রিপোর্টার ॥ অনুশীলনে দুর্দান্ত, তবে মূল লড়াইতে থাকছে না মনোযোগ। স্কোয়াডের তরুণ সদস্যদের এমন ছন্দপতনে উদ্বিগ্ন জাতীয় হকি দলের কোচ গোপীনাথন কৃষ্ণমূর্তি। টেম্পারমেন্টে উন্নতি আনতে গুরুত্ব দিচ্ছেন প্রস্তুতি ম্যাচে। দক্ষিণ কোরিয়ায় পাঁচ প্রস্তুতি ম্যাচ শেষে চূড়ান্ত করতে চান এশিয়ান গেমসের স্কোয়াড। এশিয়ান গেমসের জন্য প্রতিশ্রুতিটা গতিময় হকির। স্পিড মিশনে কোচ কৃষ্ণমূর্তির পরিকল্পনায় গুরুত্ব পাচ্ছে তরুণরা। কমান্ডো ট্রেনিংয়ের পর আলাদাভাবে কাজ করেছেন সবুজ-ইমনদের নিয়ে। উদ্দেশ্য কাজে লাগানো তরুণদের গতি। তবে ভারত সফরে ফিরে এসেছে রক্ষণের পুরনো দুর্বলতা। আক্রমণভাগে সিনিয়রদের সঙ্গে তাল মেলাতে পারেনি নতুনরা। গতি আর ফিটনেস ছাপিয়ে কোচের মনোযোগ এখন তাই ফাইন টিউনিংয়ে। কোচ কৃষ্ণমূর্তি বলেন, ‘ভারতে কিছু দুর্বলতা চোখে পড়েছে। রক্ষণে হঠাৎ করে মনোযোগ হারাচ্ছে ডিফেন্ডাররা, ফিনিশিংয়ে নষ্ট হয়েছে সহজ সুযোগ। ঢাকায় সেগুলো ঠিক করার চেষ্টা করেছি। বাকিটা নিয়ে কাজ করব কোরিয়াতে।’ অনুশীলনে তরুণদের পারফর্মেন্সে মুগ্ধ এই মালয়েশিয়ান কোচ। তবে মূল লড়াইতে মনোযোগ ধরে রাখতে পারছেন না তারা। টেম্পারমেন্টে উন্নতির জন্য কোরিয়ার প্রস্তুতি ম্যাচগুলো কাজে লাগাতে চায় ম্যানেজমেন্ট। কৃষ্ণমূর্তি আরও বলেন, ‘শক্তিশালী দলের বিপক্ষে না খেললে দুর্বলতা বোঝা যায় না। স্কোয়াড নিয়ে এখনও কিছু পরীক্ষা চালাচ্ছি। নতুনরা অনুশীলনে ভাল করছে। কিন্তু ম্যাচে মনোযোগ ধরে রাখতে পারে না। ম্যাচ টেম্পারমেন্টে উন্নতির জন্য ম্যাচ প্র্যাকটিসের বিকল্প নেই। কোরিয়ায় এ বিষয়গুলো নিয়ে কাজ করব। সেখান থেকে এসে চূড়ান্ত করব দল।’ আজ দক্ষিণ কোরিয়া যাবে বাংলাদেশ। দেশে ফিরবে ২ আগস্ট।
×