ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

পেশাদার হতে চান তিনি!

প্রকাশিত: ০৮:০৯, ২৫ জুলাই ২০১৮

পেশাদার হতে চান তিনি!

স্পোর্টস রিপোর্টার ॥ ট্র্যাক এ্যান্ড ফিল্ডকে আরও আগেই বিদায় বলে দিয়েছেন উসাইন বোল্ট। এবার স্বপ্ন ফুটবলার হওয়ার। ৩১ বছর বয়সী জ্যামাইকান স্প্রিন্টার পেশাদার ফুটবলার হওয়ার স্বপ্নে বিভোর। এ বিষয়ে অলিম্পিকে ৮ স্বর্ণপদক জয়ী বোল্ট বলেন, ‘আমি সত্যিই চেষ্টা করতে চাই এবং পেশাদার হতে চাই। খেলতে চাই সর্বোচ্চ পর্যায়ে। শীর্ষ ক্লাবের হয়ে এবং বিশ্বের সেরা লীগে খেলাটাই আমার মূল লক্ষ্য।’ দীর্ঘদিন ধরেই ফুটবলার হওয়ার স্বপ্ন দেখে এসেছেন বোল্ট। গত বছর বিশ্বচ্যাম্পিয়নশিপ খেলে এ্যাথলেটিক্স থেকে বিদায় নেয়ার পর থেকে আরও জোরালোভাবে মনোযোগী হন ফুটবলে। সব জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে বেশ কয়েক মাস আগে জার্মান বুন্দেসলিগার জায়ান্ট ক্লাব বরুশিয়া ডর্টমুন্ডের সঙ্গে অনুশীলনও করেন পৃথিবীর ইতিহাসের দ্রুততম মানব। মারিও গোটজে এবং উইলিয়ান ভাইগলের সঙ্গে যখন মাঠে প্রবেশ করেন, উচ্ছ্বসিত দর্শকেরা গলা ফাটিয়েছেন তার নামে। কেউ কেউ মাঠে নিয়ে এসেছিলেন জ্যামাইকান পতাকাও। দুই দলে ভাগ হয়ে খেলার সময় বোল্ট যখন একজনকে কাটিয়ে বল নিয়ে এগিয়ে গেলেন সামনে, দর্শকরা তখন আনন্দে-উদ্বেলিত! পরে হেডে যখন একটা গোলও করলেন, সেই উল্লাস তখন ‘গর্জন’ হয়ে গেল প্রায়। ফুটবলে কী করবেন বোল্ট, সেটি পরের কথা। কিন্তু ‘ফুটবলার বোল্টের প্রথম দর্শনেই মুগ্ধ-বিমোহিত দর্শকরা। তবে পেশাদার কোন দলের সঙ্গে অবশ্য এটাই প্রথম অনুশীলন নয় বোল্টের। গত জানুয়ারিতেই দক্ষিণ আফ্রিকার দল মামেলোডি সানডাউনসের সঙ্গে অনুশীলন করেছেন তিনি। তবে লম্বা একটা সময় ধরে ডর্টমুন্ডের সঙ্গে অনুশীলন করবেন বোল্ট। ফুটবলার হওয়ার মতো যোগ্যতা তার আছে কি না, সেটি দেখে নেবেন ডর্টমুন্ডের এই অনুশীলনে। তবে প্রথমদিনের অনুশীলন শেষে নিজেকে ১০ থেকে ৭ মার্কস দিলেন জ্যামাইকান স্প্রিন্টার। এ বিষয়ে অনুশীলনের শেষে বোল্ট তার অভিমত প্রকাশ করতে গিয়ে বলেন, ‘সর্বোপরি আমি নিজেকে দশ থেকে সাত দিতে চাই।’ কোথায় খেলবেন বোল্ট? এমন প্রশ্নও উঠছে এখন? জ্যামাইকান স্ট্রাইকার জানান, ‘আমি উইংয়ে খেলতেই পছন্দ করি খুব। তবে এখন যেহেতু আমি আনফিট তাই চেষ্টা করব ওপরে (স্ট্রাইকার হিসেবে) উঠেই খেলতে।’ ডর্টমুন্ডের সঙ্গে বোল্টকে অনুশীলনের সুযোগটা করে দিয়েছে পুমা। জার্মানির এই ক্রীড়া সরঞ্জামাদি নির্মাতা প্রতিষ্ঠান জ্যামাইকান স্প্রিন্টারের পাশাপাশি ডর্টমুন্ডেরও পৃষ্ঠপোষক। বুন্দেসলিগার দলটির একজন সদস্য ক্লাবে যেসব সুযোগ-সুবিধা পান, বোল্টও সে সুযোগ-সুবিধা ভোগ করবেন। ডর্টমুন্ডের বিক্রয় ও বিপণন পরিচালক কারস্টেন ক্রেমার জানিয়েছেন, ‘আমরা ভাল আয়োজক হতে চাই। তার যতœ নেয়ার চেষ্টা থাকবে আমাদের। যাতে তিনি বুঝতে পারেন, ডর্টমুন্ড একটা ক্লাবের চেয়েও বেশি কিছু।’ এটাও জানিয়ে রাখা ভাল যে, ডর্টমুন্ডের সঙ্গে অনুশীলন করলেও ফুটবলে বোল্টের প্রিয় দল কিন্তু ম্যানচেস্টার ইউনাইটেড। যে ক্লাবের হয়ে খেলার ইচ্ছাটা আগেই জানিয়ে রেখেছেন তিনি। ওল্ডট্রাফোর্ডের দলটির বর্তমান কোচ জোশে মরিনহোর দলের হয়ে পরশু বাসেলে ম্যারাডোনার দলের বিপক্ষে একটি প্রদর্শনী ম্যাচও খেলেছেন গতির দানব। আগামী ১০ জুন ইউনাইটেডের মাঠ ওল্ডট্র্যাফোর্ডে একটি চ্যারিটি ম্যাচ খেলার জন্য সকার এইডের সঙ্গে চুক্তিও করেছেন।
×