ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

মাহিয়ান দ্বীপ

দলবদলে দারুণ চমক

প্রকাশিত: ০৮:০৮, ২৫ জুলাই ২০১৮

দলবদলে দারুণ চমক

গ্রীষ্মকালীন দলবদলে এবারও চমক দেখিয়েছে ইউরোপের শীর্ষসারির ক্লাবগুলো। এখন পর্যন্ত সেরা চমকটা উপহার দিয়েছে ইতালিয়ান ক্লাব জুভেন্টাস। ইতিহাসের তৃতীয় সর্বোচ্চ পারিশ্রমিকের বিনিময়ে রিয়াল মাদ্রিদ থেকে ক্রিশ্চিয়ানো রোনাল্ডোকে কিনে নেন তুরিনের ওল্ড লেডিরা। পিছিয়ে নেই প্রিমিয়ার লীগের অন্যতম সেরা ক্লাব লিভারপুলও। রেকর্ড সর্বোচ্চ পারিশ্রমিকের বিনিময়ে ব্রাজিলের এ্যালিসন বেকারকে দলে ভিড়িয়েছে তারা। দলবদলের আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছে রিয়াল মাদ্রিদের চিরপ্রতিদ্বন্দ্বী বার্সিলোনাও। পাওলিনহোকে বিক্রি করে ইতোমধ্যেই কয়েকজন তরুণ প্রতিভাবান ফুটবলার নিজেদের দলে ভিড়িয়েছে কাতালান ক্লাবটি। তবে ২০১৮-১৯ মৌসুম শুরুর আগেই ইতিহাস গড়ে রোনাল্ডোকে কেনে নেয় জুভেন্টাস। দীর্ঘ নয় বছরের ক্যারিয়ারের ইতি টেনে ইতালিতে পাড়ি জমালেন পর্তুগীজ সুপারস্টার রোনাল্ডো। ১০৫ মিলিয়ন ইউরোর বিনিময়ে সিআর-সেভেনকে দলে ভেড়ায় সিরি’এ চ্যাম্পিয়নরা। ৯ বছর আগে ৮০ মিলিয়ান পাউন্ড ট্রান্সফার ফির বিনিময়ে ম্যানচেস্টার ইউনাইটেড থেকে রিয়াল মাদ্রিদে যোগ দেন রোনাল্ডো। রিয়াল মাদ্রিদের হয়ে ক্লাবের সর্বোচ্চ ৪৫১ গোল করেছেন পাঁচবারের ব্যালন ডি’অর জেতা এই ফুটবল তারকা। বিশ্ব সংবাদমাধ্যমে প্রকাশিত বিভিন্ন প্রতিবেদনের ভিত্তিতে রোনাল্ডো এখন বার্ষিক ৩০ মিলিয়ন ইউরো অর্থ উপার্জন করবেন। যা, জুভেন্টাসের এযাবতকালের ইতিহাসে কোন খেলোয়াড়ের সর্বোচ্চ বাৎসরিক আয়। রোনাল্ডোর আগে জুভেন্টাসের বর্তমান স্কোয়াডের সর্বোচ্চ পারিশ্রমিক পাওয়া খেলোয়াড় হলেন গঞ্জালো হিগুয়েইন। জুভেন্টাসের এই আর্জেন্টাইন তারকা বছরে আয় করেন ৭.৫ মিলিয়ন ইউরো। সাবেক রিয়াল মাদ্রিদের আর্জেন্টাইন স্ট্রাইকার হিগুয়েইনের পর জুভেন্টাসের তৃতীয় সর্বোচ্চ দামী ফুটবলার পাওলো দিবালা। আর্জেন্টিনার প্রতিভাবান এই ফুটবলার এক বছরে আয় করেন ৭ মিলিয়ন ইউরো। এর ফলে জুভেন্টাস থেকে আর্জেন্টিনার দুই স্ট্রাইকার মিলে পান ১৪.৫ মিলিয়ন ইউরো। আর হিগুয়েইন-দিবালার জুভেন্টাস থেকে বছরে যে পরিমাণ অর্থ পান রোনাল্ডো তাদের চেয়ে দুই গুণেরও বেশি অর্থ উপার্জন করবেন। শুধু তাই নয়, জুভেন্টাসের বর্তমান স্কোয়াডের শীর্ষ পাঁচ পারিশ্রমিক পাওয়া খেলোয়াড় মিলে মোট যে পরিমাণ অর্থ আয় করবেন সাবেক রিয়াল মাদ্রিদের পর্তুগীজ সুপারস্টার রোনাল্ডো তা একাই আয় করবেন। গত কয়েক মৌসুম ধরেই বিশ্ব ক্লাব ফুটবলে রাজত্ব করেছে বেল-বেনজেমা-ক্রিশ্চিয়ানোদের নিয়ে গড়া বিবিসি খ্যাত রিয়াল মাদ্রিদের আক্রমণভাগ। তবে নতুন মৌসুম শুরুর আগেই রোনাল্ডো রিয়াল মাদ্রিদ ছেড়ে জুভেন্টাসে যোগ দেয়ার ফলে লস ব্ল্যাঙ্কোসদের দীর্ঘদিনের সাজানো দুর্দান্ত সেই আক্রমণভাগ ভেঙ্গে যায়। তবে রিয়াল মাদ্রিদও বসে নেই। স্প্যানিশ জায়ান্টরাও নতুন করে দলে ভিড়িয়েছে ব্রাজিলের তরুণ প্রতিভাবান ফরোয়ার্ড ভিনিসিয়াস জুনিয়রকে। বয়স মাত্র ১৮। ব্রাজিলের বিস্ময় ফুটবলার হিসেবে আখ্যায়িত হচ্ছেন তিনি। তাকে দলে ভেড়াতে রিয়াল খরচ করে ৩৮ মিলিয়ন পাউন্ড। শুক্রবার আনুষ্ঠানিকভাবে ক্লাবের সমর্থকদের সঙ্গে ভিনিসিয়াসকে পরিচয় করিয়ে দেয় রিয়াল। তার একদিন পর দলের সঙ্গে অনুশীলনেও যোগ দেন চলতি মাসেই ১৭ পার করে ১৮তে পা রাখা এই ব্রাজিলিয়ান ফরোয়ার্ড। আর তাতেই যেন পূর্ণতা পায় রিয়ালের আক্রমণভাগ। রবিবার ইউক্রেনের গোলরক্ষক আন্দ্রি লুনিনকেও আনুষ্ঠানিকভাবে সমর্থকদের সঙ্গে পরিচয় করিয়ে দেয় রিয়াল মাদ্রিদ। ছয় বছরের চুক্তিতে স্প্যানিশ ক্লাব রিয়াল মাদ্রিদে যোগ দেন ইউক্রেনের তরুণ এই গোলরক্ষক। জোরিয়া লুহানস্ক থেকে তাকে দলে টানার জন্য ১৪ মিলিয়ন ইউরো গুনতে হয়েছে স্প্যানিশ জায়ান্টদের। তবে ২০১৮-১৯ মৌসুম শুরুর আগে বাজিমাত করেছে লিভারপুল। সব জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে গোলকিপার এ্যালিসন বেকারকে রোমা থেকে কিনে নিয়েছে লিভারপুল। ফলে জিয়ানলুইজি বুফনের পর ব্রাজিলের এ্যালিসন বেকারই এখন ইতিহাসের সবচেয়ে দামী গোলরক্ষক। আগামী ছয় বছরের জন্য ইংলিশ প্রিমিয়ার লিগের অন্যতম সেরা ক্লাব লিভারপুলে যোগ দিয়েছেন বেকার। তবে কী পরিমাণ অর্থের বিনিময়ে তার সঙ্গে চুক্তি হয়েছে, লিভারপুল সে বিষয়টি গোপন রেখেছে। যদিও রোমা সেই কাজটি করেনি। ইতালিয়ান ক্লাবটি জানিয়েছে, ৭২.৫ মিলিয়ন ইউরোর (৬৬.৮মিলিয়ন পাউন্ড) বিনিময়ে এ্যালিসনকে বিক্রি করা হয়েছে। রোমার হয়ে দুটি বছর পার করেছেন বেকার। ২০১৭-১৮ মৌসুমে ইতালিয়ান সিরি’এ লিগে ৩৭টি ম্যাচ খেলেছেন তিনি। লিভারপুলে যোগ দেয়ার পর উচ্ছ্বাসের জোয়ারে ভাসছেন এ্যালিসন বেকার। ২৫ বছর বয়সী এই ব্রাজিলিয়ান গোলরক্ষক নিজের অনুভূতি প্রকাশ করতে গিয়ে বলেন, ‘আমার জীবন কিংবা ক্যারিয়ারের বিবেচনায় এটা অনেক বড় একটা পদক্ষেপ। এই ক্লাব ও পরিবারের অংশ হতে পেরে আমি খুব খুশি।’ জার্গেন ক্লপ বর্তমান বিশ্ব ক্লাব ফুটবলের অন্যতম সেরা কোচ। তিনিও এ্যালিসনের প্রশংসায় পঞ্চমুখ। তিনি বলেন, ‘গত কয়েক সপ্তাহের মধ্যেই বিশ্বের সেরা গোলরক্ষককে দলে ভেড়ানোর সুযোগটা পেয়ে যাই আমরা। সত্যি কথা বলতে মালিকপক্ষ তাকে কেনার ব্যাপারে দারুণ আগ্রহী ছিল। যে কারণেই আমরা তাকে দলে কিনে আনি।’ এ্যালিসনের আগে বিশ্ব ক্লাব ফুটবলের সর্বোচ্চ পারিশ্রমিক পাওয়া গোলরক্ষক ছিলেন জিয়ানলুইজি বুফন। তাকে কেনার জন্য পার্মাকে ৫৩ মিলিয়ন ইউরো দিতে হয়েছিল জুভেন্টাসকে। সেটা ২০০১ সালে। প্রায় দেড় যুগ পর বুফনকে ছাড়িয়ে গেলেন এ্যালিসন বেকার। এদিকে, বার্সিলোনা ব্রাজিলিয়ান তারকা উইলিয়ানকে পেতে মরিয়া হয়ে উঠেছে। রাশিয়া বিশ্বকাপে দুর্দান্ত খেলা এই উইঙ্গারকে কিনতে চেলসিকে ৭২ মিলিয়ন ইউরো দিতে রাজি। সেজন্য তৃতীয়বারের মতো বিড করেছে কাতালান ক্লাবটি। চ্যাম্পিয়নস লীগের গত মৌসুমে শেষ ষোলোর দুই লেগে উইলিয়ানের পারফরর্মেন্সে মুগ্ধ হন বার্সা কোচ ভালভার্দে। দুই লেগের সেই লড়াইয়ে প্রথম লেগে গোল করেছিলেন উইলিয়ান, দুইবার বারে বল লাগিয়েছেন। ভালভার্দে এরপরই ২৯ বছর বয়সী এই ব্রাজিলিয়ানকে কেনার পরামর্শ দেন বার্সাকে। আক্রমণভাগ আরও শক্তিশালী করতেই মূলত উইলিয়ানের পিছু নিয়েছে বার্সা।
×