ঢাকা, বাংলাদেশ   শনিবার ৩০ মার্চ ২০২৪, ১৬ চৈত্র ১৪৩০

অবসর নিচ্ছেন রঙ্গনা হেরাথ

প্রকাশিত: ০৭:০৬, ২৫ জুলাই ২০১৮

অবসর নিচ্ছেন রঙ্গনা হেরাথ

স্পোর্টস রিপোর্টার ॥ অবসরের আগাম ঘোষণা দিলেন রঙ্গনা হেরাথ। ৪০ বছর বয়সী লঙ্কান স্পিনার জানালেন, আসছে ঘরের মাঠে ইংল্যান্ডের বিপক্ষে টেস্ট সিরিজ শেষেই আন্তর্জাতিক ক্রিকেটের ইতি টানবেন তিনি। দক্ষিণ আফ্রিকাকে কলম্বো টেস্টে বড় ব্যবধানে হারানোর দুর্দান্ত বোলিং করা এ তারকা বলেন, ‘প্রত্যেকেই এই পথে যেতে হবে এবং আমিও শেষ করার সিদ্ধান্ত নিয়েছি। আর একটি সিরিজই আমি খেলছি (প্রতিপক্ষ ইংল্যান্ড)। আশাকরি ভাল কাটবে।’ তিনি আরও যোগ করেন, ‘দলের খেলায় আমি খুশি। বিশেষ করে বিশ্বের দ্বিতীয়সেরা দলের বিরুদ্ধে ম্যাচ ও সিরিজ জয়। আমরা বলও ভাল করেছি। সবাইকে একদিন থামতে হয় আর সে কারণেই আমি অবসরের সিদ্ধান্ত নিলাম।’ সিরিজটি ২-০ ব্যবধানে জয়লাভ করে স্বাগতিক শ্রীলঙ্কা। আগামী অক্টোবরে শ্রীলঙ্কা সফর করবে ইংলিশরা। ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজের পর নবেম্বরে তিন ম্যাচের টেস্ট সিরেজে অংশ নিবে দুই দল। যেখানে গলে ৬ নবেম্বর প্রথম টেস্ট অনুষ্ঠিত হবে। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সদ্য সমাপ্ত টেস্ট সিরিজে দুই টেস্ট মিলিয়ে মোট ১২টি উইকেট নেন বাঁহাতি অর্থোডক্স স্পিনার। দ্বিতীয় টেস্টের চতুর্থ ইনিংসে সর্বাধিক ছয়টি উইকেট নেন তিনি। প্রথম টেস্টে প্রোটিয়া বাহিনীকে ২৭৮ রানে হারানোর পর দ্বিতীয় টেস্টেও শ্রীলঙ্কা জিতে নেয় বড় ব্যবধানে। ১৯৯ রানে আফ্রিকার দেশটিকে হারিয়ে দেন তারা। গ্রেট মুত্তিয়া মুরলিধরন, সনথ জয়সুরিয়া, চামিন্দা ভাস, মাহেলা জয়বর্ধনে, কুমারা সাঙ্গাকারা ক্রিকেটের সব বড় নামগুলো শ্রীলঙ্কার জাতীয় দলের ক্যাপ তুলে রেখেছেন। কিংবদন্তিরা চলে যাবার পর বিশাল ঘাটতিতে পড়ে লঙ্কান ক্রিকেট। ধীরে ধীরে পূরণ করে হারানো ঐতিহ্য ফিরে পাবার চেষ্টায় বড় ভূমিকা হেরাথের। ১৯৯৯ সালের ২২ সেপ্টেম্বর গলে অস্ট্রেলিয়ার বিপক্ষে টেস্টে অভিষেক হেরাথের। ২০১৫ ও ২০১৬ সালে যথাক্রমে ওয়ানডে ও টি২০ বিদায় বলেন করুনাগালায় জন্ম নেয়া এই তারকা স্পিনার। ২০১০ সালে মুরলিধরনের অবসর নেয়ার পরবর্তী সময়ে লঙ্কান বোলিং লাইনআপকে নেতৃত্ব দেয়ার ভার ছিল হেরাথের ওপরই। ঘরের মাঠে বা বিদেশে, যে দেশের বিরুদ্ধে খেলেছেন রঙ্গনা সেই দেশের বিরুদ্ধে পেয়েছেন সাফল্য। হেরাথ ক্যারিয়ারে এখন পর্যন্ত ৯২ টেস্টে ৪৩০টি উইকেট শিকার করেছেন। যেটি তাকে সর্বকালের সেরা উইকেট শিকারিদের তালিকায় ৯-এ রেখেছে। তিনি আর ৫টি উইকেট পেলেই স্যার রিচার্ড হ্যাডলি ও কপিল দেবকে হটিয়ে ৭ নম্বরে উঠে আসবেন। অভিজ্ঞ এ স্পিনার টেস্ট ইনিংসে মোট ৩৪ বার ৫ বা তার বেশি উইকেট পেয়েছেন। সর্বকালের সেরাদের মধ্যে এই তালিকায় হেরাথ রয়েছেন পাঁচ নম্বরে। তার আগে অনীল কুম্বলে (৩৫), হ্যাডলি (৩৬), শেন ওয়ার্ন (৩৭) ও সবার ওপরে থাকা স্বদেশী মুত্তিয়া মুরলিধরন।
×