ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

স্থায়ী ঠিকানা খুঁজছেন জো হার্ট

প্রকাশিত: ০৭:০৫, ২৫ জুলাই ২০১৮

স্থায়ী ঠিকানা খুঁজছেন জো হার্ট

স্পোর্টস রিপোর্টার ॥ ২০০৬ সালে ম্যানচেস্টার সিটির জার্সিতে যাত্রা শুরু করেছিলেন জো হার্ট। পরিশ্রম, কৌশলগত দক্ষতায় এই সময়ের মধ্যেই নিজেকে নিয়ে গেছেন অনন্য উচ্চতায়। ম্যানচেস্টার সিটির দীর্ঘ এক দশকের ক্যারিয়ারে হার্ট দুটি প্রিমিয়ার লীগ, দুটি লীগ কাপ এবং একটি এফএ কাপের শিরোপা জিতেছেন। কিন্তু পেপ গার্ডিওলা সিটিজেনদের কোচ হওয়ার পর থেকেই যেন কপাল পুড়ে ইংল্যান্ডের এই অভিজ্ঞ গোলরক্ষকের। সাবেক বার্সিলোনার এই স্প্যানিশ কোচের অধীনে ম্যানচেস্টার সিটির হয়ে মাত্র এক ম্যাচে প্রতিনিধিত্ব করার সুযোগ পান তিনি। এরপর দুই মেয়াদে তুরিনো এবং ওয়েস্টহ্যাম ইউনাইটেডের জার্সিতে ধারে খেলেন জো হার্ট। তবে এভাবে আর খেলতে চান না ছয় ফিট পাঁচ ইঞ্চি উচ্চতার এই গোলরক্ষক। বরং স্থায়ী কোন ক্লাবে খেলতে চান তিনি। এ প্রসঙ্গে ম্যানচেস্টার সিটির এই গোলরক্ষক বলেন, ‘ক্লাবের গুরুত্বপূর্ণ সদস্য হতে চাই আমি। আমি মনে করি সেটা কেবল স্থায়ী ক্লাবে খেলেই সম্ভব। বিশ্বের সবগুলো লীগের প্রতিই আমার ভালবাসা রয়েছে। সেটা আমি ইতোমধ্যেই দেখিয়েছি। আমি ইতালিয়ান সিরি’এ লীগকে ভালবাসি। যে কারণেই সেখানে খেলতে গিয়েছি। বিশ্বের এমন কোন লীগ নেই যেখানে আমি খেলতে রাজি নই।’
×