ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

ওজিলের অভিযোগ অস্বীকার ডিএফবির

প্রকাশিত: ০৭:০৫, ২৫ জুলাই ২০১৮

ওজিলের অভিযোগ অস্বীকার ডিএফবির

স্পোর্টস রিপোর্টার ॥ আচমকাই অভিমানে জার্মান জাতীয় দল থেকে অবসর নিয়েছেন মেসুত ওজিল। এ সিদ্ধান্তের কারণ হিসেবে তিনি বর্ণবাদী আচরণের কথা বলেছেন। আঙ্গুল তুলেছেন জার্মান ফুটবল এ্যাসোসিয়েশনের (ডিএফবি) দিকে। তবে তুর্কি বংশোদ্ভূত এই মুসলিম মিডফিল্ডারের অভিযোগ প্রত্যাখ্যান করেছে ডিএফবি। ওজিলের অভিযোগ পুরোপুরি উড়িয়ে দিয়েছে জার্মান ফুটবল এ্যাসোসিয়েশন। তারা এক বিবৃতিতে বলেছে, ডিএফবি বর্ণবাদের সঙ্গে সম্পৃক্ত, এমন অভিযোগ স্পষ্টভাবে প্রত্যাখ্যান করছি আমরা। বহু বছর ধরে জার্মানিতে জাতিগত ঐক্য সাধনে কাজ করে যাচ্ছে ডিএফবি। তবে তারা স্বীকার করে নিয়েছে, জার্মান মিডফিল্ডারকে বর্ণবাদী আচরণ থেকে বাঁচাতে আরও কিছু করা যেত। ওজিলের অবসরে দুঃখ প্রকাশও করেছে সংস্থাটি। বিতর্কের শুরু তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ এরদোগানের সঙ্গে ওজিলের তোলা এক ছবিকে কেন্দ্র করে। লন্ডনে গত মে মাসে এক ইভেন্টে তোলা ওই ছবি প্রকাশ হওয়ার পর সমালোচনার ঝড় ওঠে জার্মান ফুটবলে।
×