ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১৬ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১

রেঞ্জার্সের দায়িত্বে আপ্লুত স্টিভেন জেরার্ড

প্রকাশিত: ০৭:০৪, ২৫ জুলাই ২০১৮

রেঞ্জার্সের দায়িত্বে আপ্লুত স্টিভেন জেরার্ড

স্পোর্টস রিপোর্টার ॥ নতুন দায়িত্বে আপ্লুত স্টিভেন জেরার্ড। নিঃসন্দেহে নতুন চ্যালেঞ্জ। ইঙ্গিত আগেই মিলেছিল। প্রত্যাশামতোই রেঞ্জার্সের কোচ হলেন প্রাক্তন ইংল্যান্ড অধিনায়ক স্টিভেন জেরার্ড। আগামী চার বছরের জন্য স্কটিশ ক্লাবটির সঙ্গে চুক্তিবদ্ধ হলেন তিনি। রেঞ্জার্সের কোচ হয়ে জেরার্ড জানিয়েছেন, ‘এই ক্লাবের দায়িত্ব পেয়ে আমি খুশি। এই ক্লাবের ইতিহাস এবং সংস্কৃতি বহু পুরোন। কবে মাঠে নামব সেজন্য অপেক্ষা করছি।’ রেঞ্জার্স ক্লাবের ফ্যানদের সঙ্গেও দেখা করেন জেরার্ড। সমর্থকদের জন্যই রেঞ্জার্সে যোগ দেয়া বলেও জানান তিনি। লিভারপুল ছাড়ার পর আমেরিকার মেজর সকার লীগে বেশ কিছুদিন খেলেন স্টিভেন। তারপর লিভারপুল এ্যাকাডেমির কোচের দায়িত্ব পালন করেছেন তিনি। এবার স্কটিশ লীগের ক্লাব রেঞ্জার্সে কোচিং জীবন শুরু করলেন ৩৭ বছর বয়সী জেরার্ড। জেরার্ডের কোচিং স্টাফ কারা হবেন তা আলোচনার মাধ্যমেই ঠিক করা হবে বলে ক্লাব সূত্রে জানা গিয়েছে। বার্সার ক্রীড়া পরিচালক আবিদাল স্পোর্টস রিপোর্টার ॥ ক্রীড়া পরিচালক হিসেবে ফ্রান্সের সাবেক ফুলব্যাক এরিক আবিদালকে নিয়োগ দিয়েছে তার সাবেক ক্লাব বার্সিলোনা। এক সংবাদ বিজ্ঞপ্তিতে ক্লাবটি এ কথা জানিয়েছে। ৩৮ বছর বয়সী এই ফুটবল তারকা ফ্রান্সের লীগ ওয়ানের ক্লাব মোনাকো ও লিয়নের পাশাপাশি দীর্ঘ সময় কাটিয়েছেন কাতালানিয়া ক্লাবে। বার্সিলোনা ছাড়ার পর আরও ১৮ মাস তিনি খেলোয়াড়ী জীবন কাটিয়েছেন। ২০১১ সালে চ্যাম্পিয়ন্স লীগের ফাইনালে বার্সিলোনার হয়ে অংশগ্রহণের মাধ্যমে ক্লাবটির আইকনিক তারকায় পরিণত হয়েছিলেন আবিদাল। গত বছর তাকে ক্লাবটির দূত বানানো হয়েছিল।
×