ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

মানসিকভাবে তৈরি হচ্ছেন শূটাররা

প্রকাশিত: ০৭:০৩, ২৫ জুলাই ২০১৮

মানসিকভাবে তৈরি হচ্ছেন শূটাররা

স্পোর্টস রিপোর্টার ॥ পদকের লক্ষ্য নিয়েই ইন্দোনেশিয়া যাবেন শূটাররা। একজন কোরিয়ান এবং একজন ড্যানিশ কোচের অধীনে চলছে তাদের নিবিড় অনুশীলন। চীন, কোরিয়া, ভারতের মতো জায়ান্টদের বিপক্ষে লড়তে শূটারদের মানসিকভাবে প্রস্তুত করছেন কোচরা। বাকী-শাকিলের হাত ধরে গত কমনওয়েলথ গেমসে সাফল্য এসেছে বাংলাদেশের। একজন রাইফেল আর একজন পিস্তল হাতে উঁচিয়ে ধরেছেন দেশের পতাকা। আগস্টে অষ্টাদশ এশিয়ান গেমসেও এই দুই তারকার ওপর নজর থাকছে বাংলাদেশ শূটিং স্পোর্ট ফেডারেশনের। কমনওয়েলথে ভগ্নাংশের ব্যবধানে স্বর্ণপদক হারিয়েছেন আব্দুল্লাহ হেল বাকী। এবারে আর সে রকম ভুল করতে চান না। সেভাবেই অনুশীলনে দিচ্ছেন নিজের পুরোটা। বিদেশী কোচরাও চেষ্টা করছেন। তবে ম্যাচ প্র্যাকটিসের আক্ষেপটা থেকেই যাচ্ছে। এশিয়ান গেমসে বাংলাদেশীদের লড়তে হবে চীন, জাপান, কোরিয়া, ভারতের শূটারদের সঙ্গে। কোচ বলছেন এখনও পুরোপুরি প্রস্তুত নন শাকিল-জাকিয়ারা। এ জন্য তাদের মানসিকভাবে প্রস্তুত করছেন কোচ। ফেডারেশনেরও আস্থা আছে বিদেশী কোচদের ওপর। জাতীয় দলের কোচ ক্লাভস জর্ন ক্রিসটেনসেন বলেন, ‘আমরা শূটারদের ব্রিদিং অনুশীলন করাচ্ছি। রেঞ্জের মধ্যে প্রতিযোগিতার আবহ তৈরি করছি, যাতে তারা ম্যাচ টেম্পারমেন্ট অনুভব করতে পারে। কোরিয়া-চীনের মতো দলের বিপক্ষে খেলাটা সহজ নয়। তাই চেষ্টা করছি যতটা সম্ভব তাদের মানসিকভাবে তৈরি করা যায়।’ আগামী ১৮ আগস্ট থেকে ইন্দোনেশিয়ার জাকার্তায় শুরু হচ্ছে এশিয়ান গেমস। বাংলাদেশের ১৭ শূটার অংশ নেবেন এই আসরে।
×