ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

ম্যাক্স হাসপাতালে শিশুর মৃত্যুর ঘটনায় তদন্ত টিম

প্রকাশিত: ০৬:৪১, ২৫ জুলাই ২০১৮

ম্যাক্স হাসপাতালে শিশুর মৃত্যুর ঘটনায় তদন্ত টিম

স্টাফ রিপোর্টার, চট্টগ্রাম অফিস ॥ চট্টগ্রামে ম্যাক্স হাসপাতালে অব্যবস্থাপনা ও অবহেলায় আড়াই বছরের শিশু রাফিদা খান রাইফার মৃত্যুর ঘটনায় তদন্ত করছে বাংলাদেশ মেডিক্যাল এ্যান্ড ডেন্টাল কাউন্সিলের (বিএমডিসি) তদন্ত টিম। ৪ সদস্যের এ টিম মঙ্গলবার সকালে হাসপাতালে এসে তদন্ত কাজ শুরু করে। তারা হাসপাতাল ব্যবস্থাপনা এবং চিকিৎসার সঙ্গে সংশ্লিষ্ট চিকিৎসকগণের বক্তব্য গ্রহণ করেন। এ দিকে, শিশুকন্যা রাইফার মৃত্যুর ঘটনা নিরপেক্ষভাবে তদন্তের আহ্বান জানিয়েছে চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়ন (সিইউজে)। এ বিষয়ে প্রয়োজনীয় সকল সহযোগিতা প্রদানের প্রতিশ্রুতিও দিয়েছেন সিইউজে নেতৃবৃন্দ। বিএমডিসির ৪ সদস্যের তদন্ত টিম ম্যাক্স হাসপাতালের চেয়ারম্যান ডাঃ শিব শংকর সাহা, মহাব্যবস্থাপক রঞ্জক প্রসাদগুপ্ত, চিকিৎসক ডাঃ বিধান রায় চৌধুরী, ডাঃ দেবাশীষ সেনগুপ্ত, ডাঃ শুভ্র দেব এবং ওই সময়ে কর্তব্যরত নার্স, ওয়ার্ড বয় এবং আয়ার সঙ্গে কথা বলেছেন। তারা রাইফার চিকিৎসা সংক্রান্ত যাবতীয় কাগজপত্র ও রেকর্ড পরীক্ষা করে দেখেন। কথা বলেন হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক ডাঃ লিয়াকত আলীর সঙ্গে। সুষ্ঠুভাবে তদন্ত কার্যক্রম সম্পন্নের মধ্য দিয়ে যথাযথ ব্যবস্থা গৃহীত হবে বলে আশা করছে সাংবাদিকদের সংগঠন। সিইউজের সভাপতি নাজিমুদ্দীন শ্যামল ও সাধারণ সম্পাদক হাসান ফেরদৌস মঙ্গলবার প্রদত্ত এক বিবৃতিতে বলেন, বিএফইউজের নির্বাহী সদস্য সাংবাদিক রুবেল খানের কন্যা রাইফার মৃত্যুর ঘটনায় ঘটনায় সিভিল সার্জন ডাঃ আজিজুর রহমান সিদ্দিকীর নেতৃত্বে গঠিত তদন্ত কমিটি হাসপাতাল কর্তৃপক্ষ এবং চিকিৎসকদের অদক্ষতা, অবহেলাকে দায়ী করেন। একইভাবে স্বাস্থ্য অধিদফতরের গঠিত তদন্ত কমিটি রাইফার মৃত্যুর ঘটনা তদন্ত করে ম্যাক্স হাসপাতালের ১১টি ত্রুটি চিহ্নিত করে। তদন্ত প্রতিবেদনের ভিত্তিতে দায়ী চিকিৎসক এবং অভিযুক্ত ম্যাক্স হাসপাতালের বিরুদ্ধে ব্যবস্থা নিতে চট্টগ্রামের সর্বস্তরের জনগণকে সঙ্গে নিয়ে চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়ন ধারাবাহিক আন্দোলন করছে। এই আন্দোলনের প্রেক্ষিতে স্বাস্থ্য মন্ত্রণালয়ের নির্দেশে বিএমডিসি অধ্যাপক মোঃ রুহুল আমিনকে চেয়ারম্যান করে চার সদস্যের তদন্ত কমিটি গঠিত হয়।
×