ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

মাদ্রাসা সুপারকে জমি লিখে না দেয়ায় নারী সহকর্মীকে সাসপেন্ড

প্রকাশিত: ০৬:৪১, ২৫ জুলাই ২০১৮

মাদ্রাসা সুপারকে জমি লিখে না দেয়ায় নারী সহকর্মীকে সাসপেন্ড

নিজস্ব সংবাদদাতা, বাউফল, ২৪ জুলাই ॥ বাউফলের সূর্য্যমনি ইউনিয়নের রহমতনগর ইসলামিয়া দাখিল মাদ্রাসার সুপার আতিকুর রহমানের নামে জমি লিখে না দেয়ায় একই মাদ্রাসার অফিস সহকারী ইশফাত জাহান শিউলীকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। এ অভিযোগে ওই অফিস সহকারী মঙ্গলবার দুপুরে সংবাদ সম্মেলন করেছেন। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে তিনি বলেন, সুপার আতিকুর রহমান ও তাঁর স্বামী মোঃ কামরুজ্জামান মিজান সম্পর্কে চাচাত ভাই। ২৫ শতাংশ জমিজমা নিয়ে তাদের মধ্যে বিরোধ চলছে। সম্প্রতি ওই জমি নিয়ে সালিশ হয়। সালিশে-বৈঠকের সিদ্ধান্ত অনুয়ায়ী ওই জমি তাঁর স্বামী পান এবং তাকে বুঝিয়ে দেয়া হয়। এতে ক্ষুব্ধ হন সুপার আতিকুর রহমান। এর কয়েকদিন পর তিনি (সুপার) আমাকে ডেকে নিয়ে আমার স্বামীকে দিয়ে ওই জমি তাঁর নামে লিখে দিতে বলেন। কিন্তু আমার স্বামী জমি লিখে না দেয়ায় এতে ক্ষুব্ধ হয়ে সুপার মনগড়া ও ভিত্তিহীন অভিযোগ এনে সম্প্রতি আমাকে সাময়িকভাবে চাকরি থেকে বরখাস্ত করেন। সাময়িক বরখাস্তের কারণ হিসেবে উল্লেখ করেছেন চলতি বছরের ১৮ জানুয়ারি, ১৭ মার্চ, ১৯ এপ্রিল, ১৭ মে মাদ্রাসায় অনুপস্থিতসহ ১৫ জানুয়ারি ছুটিতে গিয়ে ছুটি বর্ধিত করা এবং ২৯ জানুয়ারি মাদ্রাসায় অনুপস্থিত থেকে নৈমিত্তিক ছুটির আবেদন করা। যা মিথ্যা ও ভিত্তিহীন। আমার হাজিরা খাতায় ওইসব দিনের উপস্থিতির স্বাক্ষর আছে। তিনি আরও বলেন, আমি অন্যায় করলে আমাকে শোকজ দেয়ার কথা কিংবা আমার বেতন কর্তন করার কথা। কিন্তু তা কিছুই করা হয়নি। এ বিষয়ে সুপার মোঃ আতিকুর রহমান মুঠোফোনে অভিযোগ অস্বীকার করেন। তিনি বলেন,‘জমি সংক্রান্ত বিরোধ আছে। তবে সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতেই তাকে (ইশফাত জাহান শিউলী) সাময়িক বরখাস্ত করা হয়েছে।’ অপর এক প্রশ্নের জবাবে তিনি বলেন, অনুপস্থিত থাকা দিনের বেতন কর্তন করা হয়নি।
×