ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

সাগরে ট্রলার ডুবিতে জেলে নিহত

প্রকাশিত: ০৬:৪১, ২৫ জুলাই ২০১৮

সাগরে ট্রলার ডুবিতে জেলে নিহত

স্টাফ রিপোর্টার গলাচিপা ॥ বঙ্গোপসাগরে ঝড়ের কবলে পড়ে ট্রলার ডুবিতে এক জেলের মৃত্যু হয়েছে। জাফর মাঝি (৪৫) নামের ওই জেলের বাড়ি পটুয়াখালীর গলাচিপা উপজেলার উত্তর চরবিশ্বাস গ্রামে। মঙ্গলবার সকালে ১৫ জেলে নিয়ে ট্রলার ডুবির ঘটনা ঘটলেও বিকেলে ওই জেলের লাশ পাওয়া যায়। এফ ভি জৈনপুরী খানকা নামের মাছ ধরা ট্রলারটি দিন কয়েক আগে ইলিশ শিকারে বঙ্গোপসাগরে পাড়ি জমায়। ট্রলার মালিক চরবিশ্বাস ইউনিয়নের মোশারেফ বিশ্বাস জানান, ইলিশ ধরে ফেরার পথে রাঙ্গাবালী উপজেলার চরহেয়ার- চরতুফানিয়ার কাছাকাছি বঙ্গোপসাগরে আকস্মিক ঝড়ের কবলে পড়ে জেলেদের নিয়ে ট্রলারটি ডুবে যায়। ট্রলারটিতে কয়েক লাখ টাকার ইলিশও ছিল। আশপাশের কয়েকটি ট্রলারের লোকজন এগিয়ে এসে ১৪ জেলেকে উদ্ধার করতে পারলেও একজন নিখোঁজ থাকে। জাফর মাঝি নামের ওই জেলের লাশ পরে ভেসে ওঠে। কক্সবাজারে খোঁজ মেলেনি তিন জেলের স্টাফ রিপোর্টার কক্সবাজার থেকে জানান, বঙ্গোপসাগরের কক্সবাজার উপকূলে ঝড়ো হাওয়ার কবলে পড়ে ডুবে যাওয়া মাছ ধরার একটি ট্রলার ও তিন জেলের তিনদিনেও হদিস মেলেনি। রবিবার কক্সবাজার সমুদ্র উপকূলে নাজিরার টেক চ্যানেলে ট্রলারটি ডুবে যায়। ওই ট্রলারে ৯ মাঝি-মাল্লার মধ্যে ৬ জন তেলের খালি ড্রাম ও জারিকেনে ভর করে সাঁতরিয়ে কূলে উঠতে সক্ষম হলেও নিখোঁজ হয়ে পড়ে তিন জেলে। তারা হলেন, টেকনাফ সাবরাং হারিয়াখালীর নুরুল আমিন, শফিক ও মুছা আলী। এদের মধ্যে মুছা আলী বাক প্রতিবন্ধী। জানা যায়, টেকনাফ শাহপরীর দ্বীপ বাজার পাড়ার আলী আহমদের মালিকানাধীন মাছ ধরার ট্রলারটি নয় জেলে নিয়ে সাগরে মাছ ধরতে যায়।
×