ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

তিন পৌরসভার নির্বাচন আজ

প্রকাশিত: ০৬:৪০, ২৫ জুলাই ২০১৮

তিন পৌরসভার নির্বাচন আজ

জনকণ্ঠ ডেস্ক ॥ আজ বুধবার কক্সবাজার ও নারায়ণগঞ্জের আড়াইহাজার ও গোপালদী পৌরসভার নির্বাচন অনুষ্ঠিত হবে। পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা নিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী। খবর স্টাফ রিপোর্টারদের। কক্সবাজার ॥ আজ বুধবার কক্সবাজার পৌরসভার নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। নির্বাচন সুষ্ঠু করতে যাবতীয় প্রস্তুতি নিয়েছে নির্বাচন কমিশন। পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা নিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী। মেয়র পদে পাঁচজন, সংরক্ষিত নারী কাউন্সিলর পদে ১৭ জন এবং সাধারণ কাউন্সিলর পদে ৬৪ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। নারায়ণগঞ্জ ॥ আজ বুধবার আড়াইহাজার ও গোপালদী পৌরসভা নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। নির্বাচন কমিশন ইতোমধ্যে নির্বাচনের সকল প্রস্তুতি সম্পন্ন করেছে। আড়াইহাজার ও গোপালদী পৌরসভা নির্বাচনে রিটার্নিং অফিসারের কার্যালয় হতে মঙ্গলবার প্রতিটি ভোট কেন্দ্রে ব্যালট পেপারসহ ভোট গ্রহণের সামগ্রী প্রেরণ করা হয়েছে। দুই পৌরসভা নির্বাচনে আওয়ামী লীগ ও বিএনপি’র ৪ মেয়র প্রার্থী ও ১৮টি ওয়ার্ডে সংরক্ষিত নারী কাউন্সিলর পদে ২৩ ও সাধারণ কাউন্সিল পদে ৫৩ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন। ভোট কেন্দ্রে পুলিশ মোতায়েন ছাড়াও আশপাশে ও সড়কগুলোতে বিজিবি, র‌্যাব ও পুলিশের টহল জোরদার করা হয়েছে। আড়াইহাজার পৌরসভায় মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন আওয়ামী লীগের (নৌকা) সুন্দর আলী মিয়া ও বিএনপির (ধানের শীষ) পারভীন আক্তার।
×