ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

বৃক্ষরোপণ কর্মসূচীতে অংশ না নেয়ায় প্রধান শিক্ষককে শোকজ

প্রকাশিত: ০৬:৪০, ২৫ জুলাই ২০১৮

বৃক্ষরোপণ কর্মসূচীতে অংশ না নেয়ায় প্রধান শিক্ষককে শোকজ

নিজস্ব সংবাদদাতা, জয়পুরহাট, ২৪ জুলাই ॥ বৃক্ষরোপণ কর্মসূচীতে অংশ না নেয়ায় সদর উপজেলার বানিয়াপাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষককে কারণ দর্শানোর নোটিস দেয়া হয়েছে। তিন কর্মদিবসের মধ্যে কারণ দর্শানোর জবাব দিতে বলা হয়েছে। শহীদদের স্মরণে বৃক্ষরোপণ কর্মসূচী সফল করার জন্য বনবিভাগ থেকে বিনামূল্যে সরবরাহ করা বিভিন্ন প্রজাতির গাছ জেলার প্রতিটি শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান শিক্ষক গ্রহণ করেন। যা দেশব্যাপী একযোগে গত বুধবার রোপণ করেন। কিন্তু সরকারী সেই নির্দেশনা উপেক্ষা করে শহীদদের স্মরণে গাছ গ্রহণ অথবা রোপণের কোন উদ্যোগ নেননি ঐ বিদ্যালয়ের প্রধান শিক্ষক। বিষয়টি জেলা প্রশাসনের নজরে এলে জেলা শিক্ষা অফিসারকে খোঁজ নিতে বলা হয়। জানা গেছে, ৩০ লাখ শহীদদের স্মরণে গত ১৮ জুলাই দেশব্যাপী একযোগে ৩০ লাখ বৃক্ষরোপণ কর্মসূচী ঘোষণা করে বর্তমান সরকার। এর অংশ হিসেবে জয়পুরহাট জেলার জন্য বরাদ্দ হয় ৪৮ হাজার ৪০০ গাছ। শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে বিনামূল্যে গাছ সরবরাহের দায়িত্ব নেয় জেলার বনবিভাগ কর্তৃপক্ষ। সে অনুযায়ী তালিকা করে সব শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান শিক্ষককে বনবিভাগ থেকে গাছ গ্রহণের জন্য অবহিত করা হয়। বুধবার বনবিভাগ থেকে জেলার প্রায় সকল শিক্ষাপ্রতিষ্ঠান সরকারী সেই নির্দেশনা মেনে সারা দেশের সঙ্গে একযোগে বৃক্ষরোপণ কর্মসূচীতে অংশ নিয়ে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করলেও তা উপেক্ষা করেন সদর উপজেলার বানিয়াপাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নাজমা বেগম।
×