ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

নীলফামারীতে সড়ক দুর্ঘটনায় পুলিশ নিহত

প্রকাশিত: ০৬:৩৯, ২৫ জুলাই ২০১৮

নীলফামারীতে সড়ক দুর্ঘটনায় পুলিশ নিহত

স্টাফ রিপোর্টার, নীলফামারী ॥ তেলবাহী ট্যাঙ্কলরির ধাক্কায় মোটরসাইকেল আরোহী এক পুলিশ কনস্টেবল হারুন অর রশীদ (২৪) ঘটনাস্থলে নিহত হয়েছে। মঙ্গলবার সকাল সোয়া ১০টার দিকে নীলফামারী- ডোমার সড়কের পলাশবাড়ি ইউনিয়ন পরিষদ সংলগ্ন নটখানা এলাকায় এই সড়ক দুর্ঘটনাটি ঘটে। নিহত হারুন ডিমলা থানায় কর্মরত ছিল। তার গ্রামের বাড়ি পঞ্চগড় জেলা সদরের হাড়িভাসা ইউনিয়নের বসুনিয়াপাড়ায়। সে ওই গ্রামের আব্দুল রাজ্জাকের ছেলে। তার স্ত্রী জ্যোস্না বেগম একই থানায় নারী পুলিশ সদস্য। তাদের দেড় বছরের একটি সন্তান রয়েছে। ডিমলা থানার ওসি মফিজউদ্দিন শেখ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান হারুন অর রশীদ ডিমলা থানার ডাক বহনকারী পুলিশ কনস্টেবলের দায়িত্ব পালন করে আসছিল। মাধবপুরে ইউপি সদস্য সংবাদদাতা মাধবপুর, হবিগঞ্জ থেকে জানান, মাধবপুর উপজেলার জগদীশপুর ইউনিয়নের ইউপি সদস্য আবু তাহের (৫৫) বেপরোয়া গাড়ি চাপায় ঘটনাস্থলেই প্রাণ হারিয়েছে। মঙ্গলবার দুপুর দেড়টায় ঢাকা-সিলেট মহাসড়কের বেজুড়ায় এ দুর্ঘটনা ঘটে। নিহত আবু তাহের উপজেলার বেলঘর গ্রামের বাসিন্দা। ইউপি চেয়ারম্যান শফিকুল ইসলাম জানান, মঙ্গলবার দুপুরে ইউপি সদস্য আবু তাহের স্থানীয় একটি শিল্প কারখানায় কাজ শেষে জগদীশপুরে ফেরার পথে মহাসড়কে উঠে গাড়ির জন্য অপেক্ষা করছিলেন। এ সময় দ্রুতগামী বেপরোয়া একটি হাইয়েস গাড়ি তাকে ধাক্কা দেয়। এতে তিনি ঘটনাস্থলেই মারা যান। সীতাকু-ে চালক নিজস্ব সংবাদদাতা সীতাকু-, চট্টগ্রাম থেকে জানান, সীতাকু-ে পণ্যবাহী কাভার্ডভ্যান ও লরির সংঘর্ষে আবদুল মান্নান (৩৫) নামে এক লরি চালক নিহত হয়েছে। মঙ্গলবার সকালে উপজেলার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের উত্তর বাইপাস এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত মান্নান কুমিল্লা জেলার মোনহরগঞ্জের দৈয়ারা এলাকার আলি হোসেনের পুত্র। জামালপুরে শিশু নিজস্ব সংবাদদাতা জামালপুর থেকে জানান, ইসলামপুর উপজেলায় ইজিবাইকের ইঞ্জিনে ওড়না প্যাঁচিয়ে রোজিনা (১২) নামের এক মেয়েশিশু নিহত হয়েছে। মঙ্গলবার দুপুরে ইসলামপুর পৌর এলাকার দিনুয়ার মোড়ে এ ঘটনা ঘটে। নিহত রোজিনা উপজেলার বেলগাছা ইউনিয়নের মন্নিয়ারচরের দরিদ্র মহর উদ্দিনের মেয়ে। প্রত্যক্ষদর্শীরা জানায়, রোজিনা মঙ্গলবার ঢাকা থেকে কমিউটার ট্রেনে তার খালা চম্পা বেগমের সঙ্গে ইসলামপুর রেলস্টেশনে নামে। সেখান থেকে তারা ইজিবাইকে উঠে বাড়ির দিকে রওনা হন। পথে পৌর এলাকার দিনুয়ার মোড়ে আকস্মিক রোজিনার ওড়না তার আসনের নিচে ইজিবাইকের ইঞ্জিনে জড়িয়ে প্যাঁচ লাগে। এতে মুহূর্তের মধ্যে তার দেহ থেকে মাথা বিচ্ছিন্ন হয়ে ঘটনাস্থলেই সে মারা যায়। ইসলামপুর থানা পুলিশ তার লাশ উদ্ধার করে।
×